২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
এ ঘটনায় পাঁচজন শিক্ষক আহত হয়েছেন; কয়েকজনকে পুলিশ আটক করেছে।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রোববার মহাসমাবেশ শেষে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তবে পদযাত্রা শিক্ষাভবনের সামনে আটকে দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস আর জলকামান ব্যবহার করে পুলিশ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়াদের লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করেছে পুলিশ। বৃহস্পতিবার আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে তাদের সরাতে পুলিশ এ পদক্ষেপ নেয়। এর আগে গত সোম ও শুক্রবারও তারা লাঠিপেটার শিকার হন।
আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি 'বৈষম্যমূলক'।
পরে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে অবস্থান নিয়েছেন।
“পুলিশের হামলা পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের পেটোয়া পুলিশের ভূমিকাকে স্মরণ করিয়ে দেয়।”
বুধবার সারদায় ৪৭৮ জন ক্যাডেট এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা।