শতাধিক শিক্ষার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ডাক দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
Published : 16 Jan 2025, 05:03 PM
পাঠ্যপুস্তক ভবনের সামনে ‘আদিবাসী ছাত্রজনতার’ ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শিক্ষার্থীদের মিছিল জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিলে শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) দেলোয়ার হোসেন বলেন, “মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য যাচ্ছিল। আমরা শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড দিলে তারা সেটি ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’র ওপর হামলা চালায় চিত্রকর্মটি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
ব্যাপক সমালোচনার মধ্যে রাতেই দুই 'হামলাকারীকে' গ্রেপ্তারের তথ্য দেওয়া হয় সরকারের দুই উপদেষ্টার তরফ থেকে।
হামলার প্রতিবাদে আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের সদস্যরা রাজু ভাষ্কর্যের সামনে অবস্থান নেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।
এরপর শতাধিক শিক্ষার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ডাক দিয়ে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে সেখান থেকে আহত অবস্থায় সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, “শিক্ষা ভবনের সামনের এই ঘটনায় ছয় শিক্ষার্থী ও এক পথচারীসহ সাতজন আহত হয়েছেন। আহত ছয়জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। কারো অবস্থা গুরুতর নয়।”
আহতরা হলেন– জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম রিয়াদ ( ২২) ও নেবলা তাসফিয়া তাবাসুম (২২), নর্দার্ন ইউনিভার্সিটির মারুক হাসান (২০), ঢাকা কলেজের তৈয়ব ইসলাম (২৪), পঙ্কজ নাথ সূর্য (৩০) ও পথচারী মো. বাবুল (৪৮) ।
আহত শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, “গতকালের হামলার প্রতিবাদে আজ দুপুরে আদিবাসীদের পক্ষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ বিক্ষোভ মিছিলের উপর অতর্কিতভাবে লাঠিচার্জ করে।”
সাউন্ড গ্রেনেড ছোড়ার সময় একজন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।