ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, পুকুর থেকে আরও অস্ত্র পাওয়া যাবে।”
Published : 19 Sep 2024, 06:56 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুকুর সেচছে পুলিশ।
বৃহস্পতিবার এনায়েতপুর থানার ওসি মো. রওশন ইয়াজদানী বলেন, “তিন দিন ধরে পুকুরটি সেচা হচ্ছে। এরই মধ্যে আজ সকালে একটি চায়না রাইফেল, একটি শটগান, একটি ওয়ারলেস, একটি গ্যাস সেল ও দুটি গুলি পাওয়া গেছে।”
৪ অগাস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যা, থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুটের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছিল, লুট হওয়া কিছু অস্ত্র থানা সংলগ্ন পুকুরে ফেলে দেয় হামলাকারীরা। এজন্য তিন দিন ধরে কয়েকটি শ্যালো মেশিন দিয়ে পুকুর সেচা হচ্ছিল।
ওসি রওশন ইয়াজদানী বলেন, “পুকুরে এখনও অনেক পানি রয়েছে। সেচ প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, পুকুর থেকে আরও অস্ত্র পাওয়া যাবে।”
হামলা ও পুলিশ হত্যার ঘটনায় ২৫ অগাস্ট এনায়েতপুর থানার এসআই আব্দুল মালেক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয় হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
হামলার সময় পুলিশের পাঁচটি পিস্তল ও আটটি ম্যাগাজিন, একটি চায়না পিস্তল ও দুইটি ম্যাগাজিন, চারটি চায়না রাইফেল ও ৩৭টি চার্জার, দুইটি চায়না রাইফেল ও দুইটি ম্যাগাজিন, ছয়টি ১২ বোরের শটগান, একটি ৩৮ মিলিমিটার গ্যাস গান লঞ্চার, ৭.৬২/৩৯ মিলিমিটার গুলি ১৬৮টি, ৭.৬২/২৫ মিলিমিটার গুলি ১৬টি, ৯/১৯ মিলিমিটার গুলি ৬০টি, ১২ রোব শটগানের (রাবার কার্তুজ) ২২৭টি, ১২ রোব শটগানের (লেটবল কার্তুজ) ৩৫৯টি, লং রেঞ্জ গ্যাস শেল ৩৮টি এবং শর্ট রেঞ্জের ৩৬টি গ্যাস শেল লুট করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এ ছাড়া আসামিরা থানার অভ্যন্তরে থাকা একটি ডাবল কেবিন ও একটি সিঙ্গেল কেবিনের পিকআপভ্যান, পুলিশ সদস্যদের ১৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক এবং বিভিন্ন সময় জব্দ করা নতুন ও পুরাতন ১২টি মোটরসাইকেল এবং থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র, কম্পিউটার ও ওয়াকিটকি পুড়িয়ে দেয়। এতে থানার চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একই দিনে ১৫ পুলিশ সদস্য ছাড়াও ছাত্র-জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এনায়েতপুরে আরও দুই শিক্ষার্থী ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এসব ঘটনায় থানায় আলাদা তিনটি হত্যা মামলা হয়েছে।
এসব মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলসহ ২০৯ জন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন:
এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা
সেই এনায়েতপুর থানার যাত্রা শুরু ভাড়া ভবনে
সিরাজগঞ্জে আহত আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২৭ জনের প্রাণহানি
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ১৩ পুলিশ হত্যা, ফাঁস দিয়ে মরদেহ ঝোলানো হয়