এর মধ্যে এক থানার ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
Published : 05 Aug 2024, 02:57 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগের প্রথম দিন সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশব্যাপী অন্তত ৯৬ জন নিহতের মধ্যে সিরাজগঞ্জেই সব থেকে বেশি প্রাণহানির ঘটনা ঘটল।
এর মধ্যে রোববার জেলার এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে মারা হয়েছে। থানায় হামলার ঘটনায় তিন ছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা চলাকালে সেখানে হামলায় নিহত হন ছয় জন। এ ছাড়া সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন জনের প্রাণ গেছে।
অন্যদিকে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ করার পর রোববার রাতে সেখান থেকে দুজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা এনায়েতপুর থানার দক্ষিণে জমায়েত হন। সেখানে ছাত্রদের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ছিলেন।
জমায়েত থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা থানার দিকে যান। থানার সামনে আসার পর পুলিশ তাদের বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা থানার ভেতরে ঢুকে আগুন দেন। এরপর পুলিশ সদস্যদের ধরে ধরে পিটিয়ে হত্যা করেন।
এদিকে, থানায় হামলার ঘটনায় তিন ছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকালে রায়গঞ্জের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা মতবিনিময় সভা করছিলেন। একই সময়ে কার্যালয়ের সামনের মোড়ে বিক্ষোভকারীরা জমায়েত হন।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ কার্যালয় ও প্রেস ক্লাবে হামলা চালায়। তাদের মারপিট ও দেশীয় অস্ত্রের আঘাতে সাংবাদিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।
পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, রোববার সকাল ১০টার পর থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের মধ্যে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগের পর রোববার রাতে সেখান থেকে দুজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাসার বাথরুম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় জানিয়ে সংসদ সদস্য হেনরি বলেন, “সংঘর্ষের সময় ভয়ে হয়ত দুজন এসে বাইরের বাথরুমে আশ্রয় নিয়েছিল। পরে আন্দোলনকারীদের দেওয়া আগুনে তারা মারা গেছেন।”
আরও পড়ুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে আওয়ামী লীগের অফিসে হামলা করে ছয় জনকে হত্যা