আশুগঞ্জে দুই শিশুকে বিষ খাইয়ে হত্যা মামলায় চালকলের সর্দার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই শিশুকে বিষ খাইয়ে হত্যার মামলায় স্থানীয় চালকলের শ্রমিকদের এক সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2022, 01:19 PM
Updated : 28 March 2022, 01:19 PM

সোমবার বিকেল পৌনে ৫টায় ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান।

গ্রেপ্তার সফিউল্লাহর বাড়ি আশুগঞ্জ উপজেলায়। তিনি স্থানীয় একটি চালকলে শ্রমিকদের সর্দার হিসাবে কাজ করতেন।

পুলিশের ভাষ্য, নিহত দুই শিশুর মা লিমা বেগম সেই চালকলেই কাজ করতেন। সেখানেই তাদের পরিচয় এবং তারা পরষ্পরকে বিয়ে করতে চেয়েছিলেন। সফিউল্লাহ বিয়ের শর্ত হিসেবে দুই সন্তানকে ছেড়ে আসতে বলেন লিমাকে।

এরই ধারাবাহিকতায় সফিউল্লাহ বিষমাখা মিষ্টি এনে দেন। সেই মিষ্টি লিমা তার দুই সন্তানকে খাওয়ান। পরে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এরই মধ্যে শিশুদের মা লিমা বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সফিউল্লাহ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন।”

সফিউল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে আনার পর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াসিন (৭) ও মোরসালিনের (৫) মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল

সে সময় তাদের মা লিমা বেগম দাবি করেন, নাপা সিরাপ খেয়ে তার দুই ছেলের মৃত্যু হয়।

লিমার স্বামী ইসমাঈল হোসেন চোখে কম দেখেন এবং শারীরিকভাবেও কিছুটা অক্ষম বলে পুলিশের ভাষ্য। সেজন্য লিমা তাকে ছেড়ে সফিউল্লাহকে বিয়ে করতে চেয়েছিলেন।

দুই শিশুকে বিষ মাখানো মিষ্টি খাওয়ানোর পর লিমা প্রচার করেন ‘নাপা সিরাপ খেয়ে’ তাদের মৃত্যু হয়। কিন্তু পরীক্ষায় ওই সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

পরে শিশুদের বাবা ইসমাঈল হোসেন বুধবার সফিউল্লাহ ও লিমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: