গ্রেপ্তার পিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 13 Mar 2025, 04:02 PM
পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজাবিন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী উপজেলা শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম।
গ্রেপ্তার পিয়া সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।
ওসি শহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পিয়া গা ঢাকা দিয়েছিলেন। তবে মাঝেমধ্যেই তিনি ঈশ্বরদীতে আসা-যাওয়া করতেন।
ভোরে ঈশ্বরদীতে অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।