“আটক সাইফুল মেম্বার শীর্ষ চরমপন্থি শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা।”
Published : 28 May 2024, 11:52 PM
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় যশোর থেকে আরও একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে যশোর শহরের চাঁচড়া বাবলাতলার একটি মৎস্য হ্যাচারি থেকে সাইফুল আলম মোল্লা মেম্বার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান।
সাইফুল মেম্বার হত্যা মামলায় গ্রেপ্তার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা খুলনার শিমুল ভুঁইয়ার সহযোগী। তিনি অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে।
ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।
এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়।
ওই তিনজন হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া (৫৬), তানভীর ভুঁইয়া (৩০) ও সেলেস্টি রহমান (২২)।
এসআই মফিজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে চাঁচড়া বাবলাতলার আমিনের মৎস্য হ্যাচারি থেকে সাইফুল মেম্বারকে আটক করা হয়। তিনি শীর্ষ চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান, সাইফুল মেম্বার এক সময় মাছের ব্যবসা করতেন। সেই সূত্র ধরে পাঁচ দিন আগে এখানে এসে তিনি আত্মগোপন করেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
এমপি আনার 'হত্যা': সেই বাড়ির সেপটিক ট্যাংকে মিলেছে টুকরো মাংস
এমপি আনার হত্যা: সেলেস্টিকে নিয়ে যা বললেন আত্মীয়
আনার হত্যা: গ্রেপ্তার তিনজন ৮ দিনের রিমান্ডে
আনার হত্যা: এক কসাই গ্রেপ্তারের খবর, হত্যার লোমহর্ষক বর্ণনা
কে এই আখতারুজ্জামান, যার ভাড়া করা ফ্ল্যাটে 'খুন হন' এমপি আনার