কুয়েতে দণ্ডিত সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে দুই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম লক্ষ্মীপুর-২ ও কুমিল্লা-২ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের ফরম বিতরণের দায়িত্বে থাকা জিয়াউদ্দিন শিপু।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পাপুল। পরে তার স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য করিয়ে আনেন।
অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে ২০২০ সালের জুনে কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। ওই মামলার বিচার শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। পরে সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়।
কুয়েতের রায়ের নথি হাতে পাওয়ার পর ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে তার আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনে সংসদ সদস্য হোন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন। এখন সেই নয়নকে সরিয়ে নৌকার মাঝি হতে চাইছেন পাপুলপত্নী সেলিনা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় বেসরকারি নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহর নামও দেখা গেছে। মঙ্গলবার বিকালে তিনি সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের জন্য মনোনয়ন ফরম নেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত বছরের শুরুতে আশিয়ান গ্রুপের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অধ্যাপক ইউসুফ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলের শরিক গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদারও নৌকার মাঝি হতে চাইছেন। মঙ্গলবার বিকালে নড়াইল-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সিকদার বলেন, "আমাদের দলের নিবন্ধন নেই, ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছি।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত শনিবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, যা সংগ্রহ ও জমার শেষ দিন ছিল মঙ্গলবার। চার দিনে তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে ক্ষমতাসীন দলটি।
শেষ দিনে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান নিজ জেলার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ দিনই ঝিনাইদহ-১ আসনের জন্য ফরম সংগ্রহ করতে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলাকে।
এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য এবং ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনের জন্য নৌকার ফরম কেনেন।
আরও পড়ুন