৩ আসনেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 10:56 AM
Updated : 21 Nov 2023, 10:56 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে মঙ্গলবার দুপুরে ফরম জমা দেন তিনি।

নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফরম বিক্রির প্রথম দিন শনিবার এসব আসনের মনোনয়ন ফরম কেনেন তার এক স্বজন।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। তবে শেষ দিনে ফরম কেনার চেয়ে জমা দিতেই বেশি ভিড় দেখা যয়। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়ন ফরম তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি।

গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

ওই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে তাকে প্রার্থীও করে আওয়ামী লীগ।

মাশরাফি এবারও একই আসন থেকে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন-

Also Read: তিন আসনে নৌকা চান সাকিব