সাকিব যেসব আসনে দাঁড়াতে চান, তার মধ্যে নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ যেমন আছে, তেমনি আছে ঢাকা-১০ আসন।
Published : 18 Nov 2023, 07:05 PM
আওয়ামী লীগের হয়ে দ্বাদশ নির্বাচনে অংশ নিতে চান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার নামে তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম তোলা হয়েছে।
ক্ষমতাসীন দল মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রির কার্যক্রম শুরুর দিন শনিবার বিশ্বসেরা অলরাউন্ডারের এক স্বজন ফরমগুলো তোলেন।
সাকিব যেসব আসনে দাঁড়াতে চান, তার মধ্যে নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ যেমন আছে, তেমনি আছে ঢাকা-১০ আসন।
ফরম বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রমে ঢাকা বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন ফরাজী ও খুলনা বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মুস্তাক এই তথ্য নিশ্চিত করেছেন।
দুই জন নেতা এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এক জন স্বজন সাকিবের হয়ে ফরম তিনটি সংগ্রহ করেছেন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়ন ফরম তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন।
ওই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে তাকে প্রার্থীও করে আওয়ামী লীগ।
মাশরাফি এবারও ভোটের প্রস্তুতি নিচ্ছেন।
সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
এরপর শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান, সাধারণ সম্পাদক বিএম সাহাবুউদ্দিন আজম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কাজী আকরাম।
পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
আগামী মঙ্গলবার সকাল বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তার আগেই আওয়ামী লীগ প্রার্থী বাছাই করে কমিশনকে তালিকা পাঠাবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা।
নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ জানিয়েছে, তারা এবারও জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে।
আরও পড়ুন: