ঝিনাইদেহ-১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন সিমলা।
Published : 21 Nov 2023, 03:03 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলা।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন সামসুন্নাহার সিমলা।”
গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন তারকা মনোনয়ন ফরম নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান।
মাহি মনোনয়ন ফরম নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। আর ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের জন্য ফরম নিয়েছেন অভিনেতা সিদ্দিক।