দুই আসনে নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন অভিনেতা সিদ্দিক

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আলোচিত ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেন সিদ্দিক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 10:22 AM
Updated : 20 Nov 2023, 10:22 AM

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দুই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান, যিনি পরিচিত সিদ্দিক নামে।

সোমবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেন সিদ্দিক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে উপ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন সিদ্দিক। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে ফেইসবুক লাইভেও এসেছিলেন।

পরে ওই আসনে ভোটের টিকেট না পেয়ে ফের ফেইসবুক লাইভে এসে ‘মন ভালো করতে’ দুবাই বেড়াতে যাওয়ার কথা বলে আলোচনায় আসেন অভিনেতা। সেবারে সিদ্দিক বলেছিলেন, তিনি আশা ছাড়ছেন না, জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হতে ফের তিনি মনোনয়ন সংগ্রহ করবেন।

গত ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের ওই উপ নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হন।

সিদ্দিকের মনোনয়ন ফরম সংগ্রহ করা আরেকটি আসন টাঙ্গাইল-১ জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিন। ওই আসনের বর্তমান সংসদ আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক।

আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন,তাতে  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর।

তার আগেই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহ করেন শনিবার। তার ফরম কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটি।

আরও পড়ুন

Also Read: ভাইয়ের আসনে নৌকা চান অধ্যাপক আনোয়ার, ফরম নিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান সাদিকও

Also Read: ফের নৌকার মাঝি হতে চান মাশরাফি, কিনলেন মনোনয়ন ফরম

Also Read: মনোনয়ন ফরম: দুই দিনে আওয়ামী লীগের আয় ১১ কোটি ৪৩ টাকা