ক্যারিয়ারে দেড় যুগ ক্রিকেট খেলে মাশরাফি রাজনীতিতে আসেন ২০১৮ সালে।
Published : 20 Nov 2023, 02:10 PM
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফের নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নড়াইল-২ আসনে মাশরাফির পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস
খুলনা বিভাগের ফরম বিক্রির দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, আর কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত।
ক্যারিয়ারে দেড় যুগ ক্রিকেট খেলে মাশরাফি রাজনীতিতে আসেন ২০১৮ সালে। ওই বছরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হন তিনি।
গত বছর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে।
এদিকে ময়মনসিংহ-৯ আসন থেকে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম।
এ আসনটি জেলার নান্দাইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনের বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন খান।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আব্দুস সালামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
ময়মনসিংহ বিভাগের বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য আলমগীর কবির দোলন এ তথ্য জানান।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সালে দলের মনোনয়নে নান্দাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি।