এবারের বলী খেলায় অংশ নিতে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০ জন বলী নিবন্ধন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Published : 22 Apr 2025, 07:29 PM
চট্টগ্রামে জব্বারের বলী খেলা ঘিরে আয়োজিত বৈশাখী মেলার দোকানপাট মূল সড়কে না বসানোর পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনে সংবাদ সম্মেলনে মেলা কমিটির সদস্য সচিব ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল বলেন, প্রতিবছরের মত এবারও ১১ থেকে ১৩ বৈশাখ অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।
তিনি বলেন, “আবদুল জব্বারের বলীখেলা চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। জব্বারের এ বলীখেলা এখন চট্টগ্রামবাসীর প্রধান বিনোদনের অংশ।
“তাই এখানে ঐতিহাসিক বলীখেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণ ও যানবাহনের নির্বিঘ্নে চলাচলের জন্য আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।”
শওকত বলেন, “বৈশাখী মেলাকে ঘিরে স্টল ও দোকানের স্থান বিক্রি, দখল চাঁদাবাজির বিরুদ্ধে মরহুম আবদুল জব্বারের পরিবার সবসময় প্রতিবাদ করে আসছে। এবারও দোকান-বিক্রি ও দখল, চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে কয়েক দফা বৈঠকে জানানো হয়েছে।
আগামী ২৫ এপ্রিল (১২ বৈশাখ) বলী খেলার ১১৬ তম আসরে অংশ নিতে দেশের বিভিন্নস্থানের বলীরা যোগাযোগ শুরু করেছেন বলেও জানান তিনি।
শওকত আনোয়ার বাদল লিখিত বক্তব্যে কিছু দাবি তুলে ধরেন। সেগুলো হলো- আবদুল জব্বার সওদাগরকে নিয়ে গবেষণা এবং লালদীঘি চত্বরকে আবদুল জব্বার সওদাগরের নামে নামকরণ করা; বলী খেলা নিয়ে চর্চার জন্য একাডেমি প্রতিষ্ঠা; আবদুল জব্বার সওদাগরকে স্বাধীনতা পুরস্কার দেওয়া; বলী খেলার ইউনেস্কোর স্বীকৃতি পেতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা।
এবারের বলী খেলায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ডা. শাহাদাত হোসেন। আর বলী খেলার উদ্বোধন করবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
এবারের বলী খেলায় অংশ নিতে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০ জন বলী নিবন্ধন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বলী খেলা ও মেলার আয়োজক কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল করিম কচি, স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণফোনের চট্টগ্রামের প্রধান মোহাম্মদ মোরশেদ আহমেদ, সাবেক কাউন্সিলর ইসমাইল বালী প্রমুখ।