“তাদের দ্রুত উদ্ধার করা না হলে আমরা কঠোর কর্মসুচি পালন করব।“
Published : 22 Apr 2025, 04:14 PM
খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইটের সামনে অবস্থান নিয়ে অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় আধা ঘন্টারও বেশি সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় দিন হয়ে গেলেও অপহৃত শিক্ষার্থীদের কোন খোঁজ মেলেনি। দ্রুত তাদের উদ্ধার করা না হলে আমরা আরও কঠোর কর্মসুচি পালন করব।“
আগেরদিন সোমবারও বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বুধবার বিঝু উৎসবে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়িতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত হন।
তারা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা।
বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারা।
এ জন্য শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছেন সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।
ঘটনার দিন থেকেই ওই পাঁচ শিক্ষার্থীর খোঁজে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
অপহৃত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারের অভিযানে গিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের গোপন আস্তানায় সন্ধান পাওয়ার দাবি করছে নিরাপত্তা বাহিনী।
সোমবার দুপুরে পাহাড়ে নিরাপত্তা বাহিনী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় অভিযানে গিয়ে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পায় যৌথবাহিনী।
এ সময় তালাবন্ধ একটি ঘর দেখে সেনাবাহিনীর সন্দেহ হয় ও পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙে তল্লাশি চালায়।
অভিযান চালিয়ে ল্যাপটপ, মোবাইল ফোন, সামরিক পোশাক, চাঁদা আদায়ের রশিদসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুরানো খবর:
'বিঝু' শেষে ফেরার পথে চবির ৫ শিক্ষার্থী 'অপহরণ', ইউপিডিএফের অস্বীকার
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে 'ইউপিডিএফের আস্তানার'