এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
Published : 22 Apr 2025, 08:29 PM
ফেনীর সোনাগাজী উপজেলায় পূর্ব বিরোধের জেরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন; যারা বোরকা পরে এসেছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।
এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার-সওদগরহাট সড়কের ওলামাবাজারের ইসলামপুরে সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন।
নিহত আবুল হাশেম (৪৮) উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরদরবেশ গ্রামের হাদা ব্যপারী কোনার আব্দুর শুক্কুরের ছেলে। তিনি সোনাগাজী পৌরসভার ইসলাম মুহুরি রোড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
এ ছাড়া আবুল হাশেম সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ওরফে গিয়াস চেয়ারম্যানের ঘনিষ্ঠ ছিলেন।
আটক মো. রাসেল (৩৫) সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের মফিজুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাশেম পৌর শহরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেল করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বোরকা পরা কয়েক ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় সড়কের পাশ থেকে আরও কয়েকজন ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা হাশেমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে তার মৃত্যু হয়।
হাশেমের ভাতিজা মোহাম্মদ টিপু বলেন, তার চাচার সঙ্গে প্রতিবেশী বেলালের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ২০২১ সালের ৩১ মে দুপক্ষের মারামারিতে বেলাল নিহত হয়।
এ ঘটনায় আমির হোসেন ননা মিয়া বাদী হয়ে হাশেমসহ ১০ জনকে আসামি করে মামলা করেন। পরে হাশেমতে গ্রেপ্তার করা হয়। এ মামলায় প্রায় তিন বছর কারাভোগ শেষে কয়েক মাস আগে জামিনে বেরিয়েছিলেন তিনি। জামিনে মুক্ত হয়ে হাশেম পূর্বের ন্যায় চাষাবাদ ও পশুপালন শুরু করেন।
সেই ঘটনার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা হাশেমের ভাতিজা টিপুর।
চর চান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, হাশেম বিএনপির কর্মী ছিলেন। তার হত্যার ঘটনায় আটক রাসেল সম্প্রতি ফেইসবুকে হাশেমকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি পোস্ট দিয়েছিলেন।
হাশেমকে নিজ দলের কর্মী দাবি করে সোনাগাজী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যম খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
ওসি বায়েজিদ আকন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় নিহত হাশেমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।