তারকাবহুল ‘হাউস ফুল ৫’ সিনেমার সঙ্গে ‘সিতারে জামিন পার’ টক্কর দেবে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।
Published : 22 Apr 2025, 08:41 PM
যে সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন বলিউডি তারকা অভিনেতা আমির খান, সেই ‘সিতারে জামিন পার’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে তিন সপ্তাহ।
সিনেমার মুক্তির তারিখ দেওয়া হয়েছিল আগামী ৩০ মে । এখন বলিউড হাঙ্গামা বলছে, আমিরের ‘সিতারা জামিন পার’ মুক্তি পাবে জুন মাসের ২০ তারিখে। এ সিনেমা দিয়ে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর ফের চলচ্চিত্রে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন আমির।
মাসখানেক আগে প্রজাতন্ত্র দিবসে গুজরাটের বরোদা শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে আমির ‘সিতারে জামিন পার’ সিনেমার খবর জানিয়েছেন। এটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পারের’ সিকুয়েল।
‘সিতারে জামিন পার’ আমির কেবল মূল চরিত্রের অভিনেতাই নয়, প্রযোজনাও করছেন।
জুনে আমিরের এই সিনেমার পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘হাউস ফুল ৫’। তারকাবহুল ওই সিনেমার সঙ্গে ‘সিতারে জামিন পার’ টক্কর দেবে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।
‘সিতারে জামিন পারে’ সিনেমার ট্রেইলার আসবে অজয় দেবগনের ‘রেইড ২’ সিনেমার সঙ্গে। ১ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রেইড ২’।
এখন আমির সিনেমার প্রচারের কাজে ব্যস্ত আছেন। ২০০৭ সালের পর ২০২৫ সালে আরও একটি মনে রাখার ম সিনেমা আমির উপহার দেন কী না সেটি দেখার জন্য অপেক্ষা রয়েছেন ভক্তরা।
বলিউডে বহুমাত্রিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা ঊনষাট বছর বয়সী আমির কিছুদিন আগে বলেছেন তিনি তার কর্মজীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।
সেই পরিকল্পনা থেকে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা এখন ৬টি সিনেমা নিয়ে কাজ করছেন বলে নিজেই জানিয়েছেন।
তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি। ‘সিতারে জামিন পার’ ওই ছয়টি কাজের একটি কী না সেটিও জানাননি আমির।
আরও পড়ুন:
আমিরের ফেরায় প্রথম সঙ্গী 'সিতারে জামিন পার'
'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির!
সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?
আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার
অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির
'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির