বাবা আমাকে বলেন, “আমি অবসর নিচ্ছি। তুমি দায়িত্ব নিচ্ছ না কেন?”
Published : 05 Aug 2024, 06:30 PM
প্রয়োজন হলে বড় ছেলে জুনায়েদ খানের ওপর প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়তে পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।
এই ইঙ্গিত মিলেছে জুনায়েদের কথায়। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই তরুণের সিনেমা ‘মহারাজ’।
টাইমস অব ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে জুনায়েদের কাছে প্রশ্ন ছিল, তার ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতা আছে কী না।
সেই কথার উত্তরে আমিরের প্রযোজনা সংস্থার ভবিষ্যত নিয়েও কথা বলেন জুনায়েদ।
তিনি বলেন, "ক্যামেরার পেছনে আমি কাজ করেছি। পিকে সিনেমার শুটিং সেটে আমি সব সময় ছিলাম। কিছু বিজ্ঞাপনেও আমি সহযোগী পরিচালকের কাজও করেছি।”
জুনায়েদের কথায় জানা গেল, ‘মহারাজ’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর আমিরের প্রযোজনা সংস্থা থেকে আরেকটি সিনেমার কাজ চলছিল। তখনই বাধে বিপত্তি। কারণ ওই সংস্থার বাকি কাজ সামলানোর মত আর কেউ ছিল না। এছাড়া আমিরের সাবেক দ্বিতীয় স্ত্রী কিরণ রাও তার ‘লাপাতা লেডিস’ নিয়ে ব্যস্ত ছিলেন তখন।
জুনায়েদ বলেন, “বাবা আমাকে বললেন, ‘আমি অবসর নিচ্ছি। তুমি দায়িত্ব নিচ্ছ না কেন?’ সেই জন্যই প্রযোজনা সংস্থার কাজে হাত লাগাই। এই কাজগুলোর সঙ্গে আমার ভালো বোঝাপড়াও রয়েছে।”
সিনেমা নির্মাণের সব ধাপের মধ্যে প্রযোজনাকে অন্যতম কঠিন কাজ বলে মনে করেন আমির পুত্র।
“এটা আমার নতুন পৃথিবী, আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি।”
টম হ্যাংকস অভিনীত অস্কার জয়ী সিনেমা 'ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ দিয়ে ২০২২ সালে শেষবার পর্দায় আসেন আমির। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা তো পূরণ করতেই পারেনি, বরং মুক্তির পর জুটেছে নানা সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৩ বছরের ইতিহাসে আমির খানের সর্বনিম্ন আয় করা সিনেমা হল ‘লাল সিং চাড্ডা’। ওই সিনেমার পর কাজের বিরতিতে চলে যান আমির।
এই বিরতিতে আমিরের হাতে বেশ কিছু চিত্রনাট্য জমা হয়েছে। আগামীতে ‘সিতারে জামিন পার’ নামের একটি সিনেমা আসার কথা রয়েছে আমিরের।