আমির তার মন্তব্য থেকে সরতে নারাজ, তার কথায়, “আমি সত্যি বলছি।”
Published : 21 Aug 2024, 01:06 PM
‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার পর পর্দায় ফেরেননি হিন্দি সিনেমার অভিনেতা আমির খান। মাঝে প্রযোজনা করলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি। এবার কি রুপালী পর্দাকে বিদায় জানানোর ইংগিত দিলেন আমির?
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, কাজ নিয়ে খুঁতখুঁতে স্বভাবের এই অভিনেতা হাজির হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্ট শো ‘চ্যাপ্টার টু’ তে। ওই অনুষ্ঠানের যে প্রোমো প্রকাশিত হয়েছে, তাতে আমিরকে বলতে শোনা গেছে, “আমাকে এবার সিনেমা থেকে সরতে হবে।”
আমিরের মন্তব্য শুনে রিয়া বলেন, “মিথ্যে কথা!”
কিন্তু আমির তার মন্তব্য থেকে সরতে নারাজ। তার কথায়, “আমি সত্যি বলছি।”
আমিরের মন্তব্যের ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতা হঠাৎ কেন অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন?
‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে আমিরের শুরু ১৯৮৮ সালে; তরুণ সুদর্শন নায়ককে প্রথম সিনেমাতেই লুফে নিয়েছিল দর্শক।
তখন ‘চকলেট হিরো’ তকমা সঙ্গী হয়েছিল নামের সঙ্গে। তারপর নিজেকে ভেঙেছেন-গড়েছেন। বলিউডে বহুমাত্রিক এক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
এবার আমির যদি সত্যি সত্যি অভিনয় ছেড়ে দেন, তাহলে তার ৩৬ বছরের ক্যারিয়ারে শেষ সিনেমা হবে ‘লাল সিং চাড্ডা’।
আমির সিনেমা কম করেন, কিন্তু যেটা করেন, সেটাই হিট, এমনটাই হয়ে আসছিল। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন আমির, তবে ফল হয়েছে উল্টো। সিনেমাটির সঙ্গে আমিরের এক দশকের পরিশ্রম যেমন আছে, তেমনি জুড়ে আছে ‘ব্যর্থতা’ শব্দটি।
লাল সিং চাড্ডার পরে ‘চ্যাম্পিয়নস’ সিনেমা নিয়ে কাজ শুরু করার কথা ছিল আমিরের। যদিও সেই কাজের আর কোনো খোঁজ খবর আসেনি। তবে তার দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমার প্রযোজক ছিলেন আমির।
তিনি সত্যিই সিনেমা ছাড়ছেন, নাকি নিছকই মজা করেছেন, সেটি জানতে অপেক্ষা করতে হবে রিয়ার ‘চ্যাপ্টার টু’ প্রচার হওয়া পর্যন্ত। পডকাস্টটি প্রচার হবে শুক্রবার।