“নতুনভাবে শুরু করতে চাইলাম। আমি এখন একসঙ্গে ছয় প্রকল্পে হ্যাঁ বলে দিয়েছি। যা আমার ক্যারিয়ারে এই প্রথম।”
Published : 24 Nov 2024, 10:23 PM
ঊনষাট বছর বয়সী হিন্দি সিনেমার অভিনেতা আমির খান বলেছেন তিনি তার কর্ম জীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।
সেই পরিকল্পনা থেকে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা এখন ৬টি সিনেমা নিয়ে কাজ করছেন বলে নিজেই জানিয়েছেন।
তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে আগামী এক দশকের কাজ নিয়ে খানিকটা আলোকপাত করেছেন আমির খান।
‘খুঁতখুঁতে’ স্বভাবের আমির খান সাধারণত বিরতি দিয়ে, সময় নিয়ে কাজ করেন। সেই অভিনেতার হাতেই এখন ছয়টি প্রকল্প।
আমির জানালেন, অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন।
সময় কেমন কাটছিল সেটা বোঝাতে তিনি বলেন, “সকালে উঠে যোগব্যায়াম করেছি, ক্ল্যাসিকাল মিউজিকে তালিম নেওয়ার চেষ্টা করলাম। এখানে ওখানে ঘুরে বেড়ালাম। মাঝে মেয়ের বিয়ে হল, ব্যস্ততা গেল। আমার মায়ের সঙ্গে থাকলাম, মন্দ কাটছিল না সময়।”
হঠাৎ নতুন করে কী হল প্রশ্নে আমির বলেছেন তার মন ‘বদলে গেছে’।
“নতুনভাবে শুরু করতে চাইলাম। আমি এখন একসঙ্গে ছয় প্রকল্পে হ্যাঁ বলে দিয়েছি। যা আমার ক্যারিয়ারে এই প্রথম।”
‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার পর পর্দায় ফেরেননি আমির। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি।
‘কাজে ফেরার’ সিদ্ধান্তের ব্যাখ্যায় আমির বলেন, “আমি সম্ভবত ক্যারিয়ারের শেষ ১০ বছরের চক্রে প্রবেশ করেছি। এ জন্য চিন্তা করলাম, শেষ ১০ বছর অনেক বেশি কাজ করা যাক।
“আমার বয়স এখন ৫৯, আশা করি ৭০ পর্যন্ত কাজ করার মতো সুস্থ থাকব।”
আমির জানিয়েছেন আগামী ১০ বছরে তিনি যতটা সম্ভব নতুন প্রতিভা ইন্ডাস্ট্রিতে উপহার দিতে চান।
“আমার কাছে যাদের প্রতিভাবান মনে হবে, তাদের পাশে আমি থাকব। সেটা লেখক, নির্মাতা, গায়ক বা অভিনয়শিল্পী হতে পারে।”
যদিও আমিরের নতুন পরিকল্পনার বিষয়ে একমত নন তার সাবেক স্ত্রী পরিচালক কিরণ রাও।
কিরণ হলিউডের অভিনেতা ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন, যিনি নব্বই পেরিয়েও অভিনয় করে চলেছেন।
এতে আমিরের ভাষ্য, “সবাই ক্লিন্টের মত হতে পারেন না’।
আমির সিনেমা কম করেন, কিন্তু যেটা করেন, সেটাই হিট, এমনটাই হয়ে আসছিল। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন আমির, তবে ফল হয়েছে উল্টো। সিনেমাটির সঙ্গে আমিরের এক দশকের পরিশ্রম যেমন আছে, তেমনি জুড়ে আছে ‘ব্যর্থতা’ শব্দটি।
‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে আমিরের শুরু ১৯৮৮ সালে; তরুণ সুদর্শন নায়ককে প্রথম সিনেমাতেই লুফে নিয়েছিল দর্শক।
তখন ‘চকলেট হিরো’ তকমা সঙ্গী হয়েছিল নামের সঙ্গে। তারপর নিজেকে ভেঙেছেন-গড়েছেন। বলিউডে বহুমাত্রিক এক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
আরও পড়ুন:
সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?
আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার
অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির
'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির
লাল সিং চাড্ডা: যেভাবে বলিউডের ফরেস্ট গাম্প হলেন আমির খান