সংঘর্ষের পর বিএনপির সমাবেশ পণ্ড হলে রোববার সারাদেশে হরতাল ডেকেছে দলটি।
Published : 28 Oct 2023, 11:59 PM
পুলিশ হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন হামলায় যারা জড়িত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেজন্য সর্বশক্তি প্রয়োগের চেষ্টার কথাও বলেন তিনি।
হরতালের নামে সাধারণের চলাচলে বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ঢাকার পুলিশ প্রধান।
শনিবার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
সংঘর্ষের পর বিএনপির হরতালের ডাক
রোববার সারাদেশে বিএনপি হরতালের ডাক দিয়েছে। শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগরসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী এসব সংঘর্ষের সময় একজন পুলিশ সদস্য ও একজন যুবদল নেতা নিহত হন। সংঘর্ষ চলাকালে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সংবাদমাধ্যমের বেশ কয়েকজন কর্মীও আহত হন।
এদিনের ঘটনায় শতাধিক পুলিশ সদস্যও আহত হন বলে জানান পুলিশ কমিশনার।
তিনি বলেন, হরতাল পালন যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি পালন না করাও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার।
"এ অবস্থায় হরতালের নামে সাধারণের চলাচল ব্যাহত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
অনুমতি ছাড়া জামায়াতের সমাবেশ কি সমঝোতার ভিত্তিতে হয়েছে- এমন প্রশ্ন করা হয় পুলিশ কমিশনারকে। তিনি কৌশলে এ প্রশ্ন এড়িয়ে যান।
এদিন শাপলা চত্বরে সমাবেশে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামী আরামবাগে সমাবেশ করে। পুলিশের প্রতিরোধ ব্যারিকেড পেরিয়ে গিয়ে দলটি খোলা ট্রাকের মঞ্চে এ সমাবেশ করে।