পোলাও কিংবা নাস্তায় মাংসের চপ হতে পারে দারুণ পদ।
Published : 11 Jun 2024, 03:12 PM
সহজে তৈরি করুন বিফ চপ
ওপরে খাস্তা ভেতরে রসালো- এমন স্বাদের চপের কথা মনের করলে জিভে জল আসতে বাধ্য।
আর এরকম মজার স্বাদের চপ তৈরি করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
বাটিতে মাংসের কিমার সাথে ব্রেড ক্রাম্বস বাদে সব উপকরণ ভালো করে মেখে নিন।
তারপর গোল গোল আকারে চপ বানিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে তৈরি করে নিন।
এবার ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তেল ঢেলে গরম করে মাংসের চপগুলো বাদামি করে ভেজে নিন।
পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন গরুর মাংসের এই চপ।
আরও রেসিপি