Published : 05 May 2025, 04:11 PM
উচ্চ দালানে থেকেও পোকামাকড়ের হাত থেকে নিস্তার না পাওয়ার কারণ হতে পারে ঘরের নির্দিষ্ট কিছু আকর্ষণীয় জায়গা।
তবে কিছু ভুল এড়ালে আর খুব সাধারণ অভ্যাস তৈরির মাধ্যমে পোকামাকড় দূরে রাখা সম্ভব।
ঘরের তাক বা ছাদ: ঘরের তাক বা ছাদের অংশ একেবারে অপ্রত্যাশিত জায়গা যেখানে পোকামাকড় এবং ছোট প্রাণী প্রবেশ করতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মস্কিটো স্কোয়াড প্লাস’–এর পতঙ্গবিশেষজ্ঞ এমা গ্রেস ক্রাম্বলি বলেন, “তেলাপোকা এবং ইঁদুর সাধারণত তাকের ফাঁকফোকরে প্রবেশ করে।”
এই অংশের ব্যবহার সব সময়ে হয় না বলে পোকামাকড়দের জন্য একটি নিরাপদ স্থান হতে পারে।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এমা পরামর্শ দেন, “দিনের বেলায় তাকের আশপাশের অংশ খেয়াল করতে হবে। আলো আসছে এমন স্থানের ফাঁকাই পোকামাকড়ের প্রবেশপথ হতে পারে।”
রিসাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ: প্রাকৃতিকভাবে পরিবেশের জন্য সচেতনতা গুরুত্বপূর্ণ হলেও, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগও পোকামাকড় আকর্ষণের জন্য এক সহজ উপায় হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ব্ল্যাক পেস্ট প্রিভেনশন’-এর প্রধান নিকোল কার্পেন্টার বলেন, “যদি সোডা ক্যান এবং জুসের বোতলগুলো পরিষ্কার না করে রিসাইক্লিং ব্যাগে ফেলা হয়, তবে বাকি থাকা মিষ্টি তরল পোকামাকড়দের আকর্ষণ করতে পারে।”
তাই, এসব ক্যান বা বোতল রিসাইক্লিং ব্যাগে ফেলার আগে অবশ্যই সেগুলো ভালোভাবে ধুয়ে ফেলুন।
পচনশীল কাঠ: কাঠের গোছানো পাহাড় বা জানালার সিলের মতো কাঠের অংশগুলো যদি পুরানো বা পচে যায়, তবে এগুলো পোকামাকড় এবং বিশেষত কাঠ-খেকো পোকাদের জন্য আদর্শ খাবারের উৎস হয়ে উঠতে পারে।
এমা গ্রেস ক্রাম্বলি বলেন, “কাঠ পচে গেলে কাঠ-খেকো পোকামাকড়রা সেগুলো খেতে আসবে।”
এজন্য কাঠের স্তূপগুলো বাড়ির কাছ থেকে দূরে রাখতে হবে এবং কাঠের কোনো অংশের মেরামত প্রয়োজন হলে তা ঠিক করে নিতে হবে আগেই।
টুথব্রাশ রাখার স্ট্যান্ড বা ধারক: টুথব্রাশ ধারকও হতে পারে পোকাদের জন্য আকর্ষণীয় জায়গা।
নিকোল কার্পেন্টার বলেন, “টুথব্রাশ ধারক বেশ আর্দ্র থাকে এবং এতে দাঁতের পেস্টের অবশিষ্টাংশও থাকতে পারে। এতে পোকামাকড় বিশেষ করে ছত্রাকজাতীয় ছোপ এবং পিঁপড়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।”
এই সমস্যা এড়াতে নিয়মিত টুথব্রাশ ধারক পরিষ্কার করতে হবে এবং এটি ভালোভাবে শুকানোর সুযোগ দিতে হবে।
গাছপালা: যদি গাছপালা ভালোবাসেন, তবে অবশ্যই জেনে থাকবেন যে, গাছের নিচে জমে থাকা পানি অনেক ধরনের পোকামাকড়কে আকর্ষণ করতে পারে।
নিকোল কার্পেন্টার বলেন, “যদি গাছের টবে পানি জমে থাকে, তাহলে এটি মশার জন্য আদর্শ জায়গা হয়ে ওঠে।”
গাছের পাত্রগুলোর নিচে নিয়মিত পানি ফেলে দিতে হবে এবং মাটির ওপর বালি যোগ করে মশা-মাছির আক্রমণ রোধ করতে হবে।
বাথরুম বেসিন বা সিঙ্ক: টুথব্রাশ ধারকের মতো বাথরুম সিঙ্কেও অতিরিক্ত আর্দ্রতা থাকে। এই স্থান পোকামাকড়দের আকর্ষণ করতে পারে।
নিকোল বলেন, “বাথরুম এবং রান্নাঘরের সিঙ্কের অতিরিক্ত আর্দ্রতা পোকামাকড়দের জন্য আকর্ষণীয় জায়গা। সিঙ্কের পানি নিষ্কাশন স্থানগুলো সাধারণত পরিষ্কার করা হয় না।”
এই সমস্যা দূর করতে, সিঙ্কের পানি নিষ্কাশন স্থানে গরম পানি এবং ভিনিগার দিয়ে মাসে একবার পরিষ্কার করা উচিত অবশ্যই।
পোকামাকড় দূরে রাখার উপায়
নিজস্ব অভ্যাসেই ও কিছু সাধারণ জায়গায়ার কারণেই বাসাবাড়িতে পোকামাকড় বাড়ে।
এই সমস্যা প্রতিরোধে এমা গ্রেস ক্রাম্বলি পরামর্শ দেন, “প্রবেশপথগুলো চিহ্নিত করে এবং আর্দ্রতার সমস্যা ঠিক করে পোকামাকড়ের উপস্থিতি অনেকটাই কমানো যেতে পারে।”
নিকোল কার্পেন্টার আরও যোগ করেন, “পোকামাকড় দূর করার আগে সেই কারণগুলো ঠিক করতে হবে যা পোকামাকড়দের আকর্ষণ করে। জমে থাকা পানি, বাকি খাবার বা বন্ধ হয়ে থাকা ড্রেন এগুলো পোকামাকড়ের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।”
আরও পড়ুন