ঘরে ইঁদুর ঢোকা রোধ করার পন্থা

অসাবধানতায় বাড়িতেই বাসা বাঁধতে পারে ইঁদুর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 05:57 AM
Updated : 27 May 2021, 05:57 AM

গ্রামের তুলনায় শহরে উপদ্রব কম হলেও ইট-কাঠের জঞ্জালের মাঝেও দেখা মেলে ইঁদুরের। হয়ত নিজের অজান্তেই এমন কিছু করছেন যা ইঁদুরকে দাওয়াত দিচ্ছে ঘরে আসার জন্য।

আবার বর্ষাকালেও ইঁদুরের অত্যাচার বাড়ে। রাস্তা ঘাটে পানি জমার কারণে বাসা বাড়িতে আশ্রয় নেয় এই প্রাণী।

তাই বাসায় এই অতিথির অত্যাচার রুখতে কয়েকটি সাবধানতা অবলম্বন করতে পারেন।

বাড়ির অগোছালো আঙ্গিনা

অনেকের বাড়ির সামনে ফাঁকা জায়গা থাকে। গ্রামের বাড়ির মতো উঠান না হলেও বাড়ির সামনের আঙ্গিনা অপরিষ্কার ও অগোছালো থাকলে ইঁদুরের উপদ্রব বাড়তে পারে।

বেস্টলাইফঅনলাইন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের ‘এরলিশ পেস্ট কন্ট্রোল’য়ের কীটপতঙ্গ বিশেষজ্ঞ ড. ন্যান্সি ট্রোয়ানো বলেন, “বাড়ির চারপাশে লুকানোর মতো জায়গায় ইঁদুর বাসা বাঁধে। আর নিজেরা ভেতর দিয়ে চলতে পারে এমন রাস্তা বানায়।”

তাই ঘরে ও বাইরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

বাইরের দেওয়ালে ফাটল

বাইরে দেওয়ালে সামান্য ফাঁকা খুব একটা বড় বিষয় মনে না হলেও তা আসলে ইঁদুরের জন্য ‘স্বাগতম’ বার্তা।

সেটা হতে পারে বাড়ির দেওয়ালে চিড় ধরা অথবা ‘এক্সজস্ট ফ্যান’য়ের গর্ত।

ট্রোয়ানো বলেন, “ফাঁকা স্থান অল্প হলেও তা ছোট মাপের ইঁদুরের জন্য উপযোগী।”

ফাঁকা স্থান পূরণ করতে কংক্রিট বা স্টেইন লেস স্টিল ব্যবহার করা উপকারী।

তাছাড়া, ফাঁকা স্থানগুলো যদি মাটির কাছাকাছি অংশে না হয়ে কমপক্ষে চার ফুট উঁচু হলেও সেদিকে মনোযোগ দিতে হবে। কারণ ইঁদুর লাফিয়েও ঘরে প্রবেশ করতে পারে। 

পোষা প্রাণীর খাবার খোলা অবস্থায় রাখা

পোষা প্রাণীর খাবারের পাত্র পরিষ্কার রাখা ও ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দেন ট্রোয়ানো।

তার কথায়, “খাবারের সন্ধানেরই ইঁদুর ঘরে ঢোকে। তাই যে কোনো খাবার উন্মুক্ত অবস্থায় রাখা মানেই এই চারপেয়ে প্রাণীকে দাওয়াত দিয়ে ঘরে আনা।”

ময়লার বালতির মুখ আবদ্ধ রাখা

ঘরের রাখা ‘ডাস্টবিন’য়ের মুখ ঢেকে না রাখলে ইঁদুর আসতেই পারে ঘরে। কারণ আপনার কাছে যা ময়লা ইঁদুরের কাছে সেটা খাবার।

“ইঁদুর হল আবর্জনাভূক প্রাণী। যে কোনো কিছুই খেতে পারে। আর উন্মুক্ত ডাস্টবিন তাদের জন্য অনেকটা বুফে খাওয়ার মতো।” বলেন, যুক্তরাষ্ট্রের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ রায়েন স্মিথ।

বাগানের পিঁপড়া ও কীটপতঙ্গের প্রবেশ কমাতে তিনি ময়লার পাত্র বন্ধ করে রাখার পরামর্শ দেন।

ছিদ্র ঠিক করা

সিংকের নিচে থাকা ছোটখাট ফাটল পোকামাকড়ের জন্য উৎকৃষ্ট আবাসস্থল। তাই বেসিন বা সিংকের নিচ পরিষ্কার রাখার পাশাপাশি পাইপে কোনো ছিদ্র থাকলে দ্রুত ঠিক করা উচিত।

অন্যান্য প্রাণীর মতো ইঁদুরেরও পানির প্রয়োজন। তাই সিংকের যে কোনো ছোটখাট ছিদ্র অবহেলা না করে দ্রুত ঠিক করার পরামর্শ দেন, স্মিথ।

বাড়ির নিচেরস্থান অনিরাপদ রাখা

বাড়ির খোলা নর্দমা ইঁদুরের জন্য ঘরে প্রবেশ দ্বারের মতো

যুক্তরাষ্ট্রের ‘পেস্ট স্ট্র্যাটিজিস’ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এড স্পাইসার বলেন, “ইঁদুরের বাড়িতে প্রবেশের ক্ষেত্রে খুব একটা কষ্ট করতে হয় না। ছাদে সামান্য ফাঁকা স্থাণ থাকলেও ইদুঁর সহজেই তা দিয়ে প্রবেশ করতে পারে। তাই নালা বা বাড়িতে প্রবেশের ছোট খাটো যে কোনো পথই তার দিয়ে আটকে দিতে পারেন। এতে ইঁদুর প্রবেশ করতে পারবে না।”

আরও পড়ুন