জার্মান ফুটবল
Published : 05 May 2025, 09:11 PM
শিরোপা নিশ্চিত হওয়ার পর রাতেই সতীর্থদের সঙ্গে নেচে-গেয়ে উদযাপন করেছেন হ্যারি কেইন। সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। পেশাদার ক্যারিয়ারে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়ে আনন্দের শেষ নেই এই ইংলিশ তারকার। সেই পথ ধরে এখন সামনে আরও ট্রফি জয়ের লক্ষ্য তার।
ফ্রেইবুর্কের মাঠে রোববার বায়ার লেভারকুজেনের ২-২ ড্রয়ে দুই ম্যাচ বাকি থাকতেই বুন্ডেসলিগায় রেকর্ড ৩৪তম শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্ন মিউনিখের। একই সঙ্গে বহুল প্রতীক্ষার অবসান হয় কেইনের।
দেড় দশকের পেশাদার ক্যারিয়ারে অবশেষে শিরোপা জয়ের স্বাদ পেলেন ইংল্যান্ড জাতীয় দল ও তার আগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের রেকর্ড গোলদাতা কেইন। ইংল্যান্ডের হয়ে গত দুটি ইউরোর ফাইনাল ও টটেনহ্যামের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগসহ তিনটি ফাইনাল হারেন তিনি।
বায়ার্নের হয়ে বুন্ডেসলিগায় নিজের প্রথম ৬০ ম্যাচে ৬০ গোল করে সপ্তাহ দুয়েক আগে জার্মানির শীর্ষ লিগে নতুন রেকর্ড গড়েন কেইন। এখন প্রথম খেলোয়াড় হিসেবে বুন্ডেসলিগায় নিজের প্রথম দুই মৌসুমের প্রতিটিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।
বুন্ডেসলিগায় গত মৌসুমে ৩২ ম্যাচে ৩৬ গোল করার পর চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার গোল ২৪টি।
সোমবার ভিডিও বার্তায় প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নতুন লক্ষ্যও জানিয়ে দিলেন কেইন।
“কী একটা রাত কাটল, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে কী এক উদযাপন। আমি নিশ্চিত আজ সকালে সবাই কিছুটা হলেও তা অনুভব করছে। দারুণ অনুভব করছি, অনেক দিন পর মুহূর্তটা এসেছে। অবশ্যই (এর পেছনে) অনেক কঠোর পরিশ্রম, অনেক নিবেদন আছে। আমার ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ উপভোগ করতে পারা সত্যিই মধুর।”
“সকলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই, সবসময়ের মতো। এটা কখনও নজর এড়ায় না, পরবর্তী কয়েক সপ্তাহ উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় ভক্তদের সামনে উদযাপন করার জন্য আমার তর সইছে না। তারপর, সবসময়ের মতো আমরা পরেরটিতে (শিরোপা) লক্ষ্যস্থির করব, দ্বিতীয়টি পাওয়ার চেষ্টা করব।”