সবাইকে অবাক করে বিয়ের ঘোষণা, সন্তানের আগমনী বার্তা, ঘরোয়া আয়োজনে ১০১ টাকা কাবিনে বিয়ের অনুষ্ঠান, স্বামীকে নিয়ে সন্দেহ, ক্ষোভ-অভিমানে ঘর ছাড়া এবং আবার সংসারে ফেরা। গত এক বছরে এমন সব ঘটনায় বার বার তোলপাড় তুলেছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। তাদের বিয়ের একবছর পূর্তি হল রোববার। এই দিনে বিয়ের আয়োজনের একটি ভিডিও ফেইসবুকে পোস্ট করেছেন পরীমনি, নিজেদের অভিনন্দন জানিয়ে রাজকে ফের জানিয়েছেন ভালোবাসার কথা।
বলিউডে নবাগতদের অনেকেরই ইচ্ছে থাকে, তার অভিষেক হোক রোমান্টিক সিনেমা দিয়ে। কিন্তু তানিশা সন্তোষী অন্য পথে হাঁটলেন। ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ সিনেমা দিয়ে অভিষেক হওয়া এই নায়িকার ভাষ্য, শুধু ‘সুষমা’ চরিত্রট ...