ছেলেকে কোলে নিয়ে সামনে এলেন পরীমনি; স্বামী রইলেন আড়ালে।
Published : 12 Nov 2022, 03:30 PM
সংসারে অশান্তি সামনে আনার পর ছেলেকে নিয়ে একটি ছবি সোশাল মিডিয়ায় দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি; তাতে জানিয়েছেন, ছবিটি তুলে দিয়েছেন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।
সন্তান রাজ্যের বয়স তিন মাস পূর্ণ হওয়া উদযাপনের ছবি শনিবার প্রথম প্রহরে নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন পরীমনি।
রাজ্যকে বুকে জড়িয়ে চুমু খাওয়ার ওই ছবির ক্যাপশনে লিখেছেন, “আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।”
সঙ্গে লাভ ইমোজি দিয়ে তার সঙ্গে জুড়েছেন- “হ্যাপি থ্রি মান্থস বাজান।”
তার নিচে ছবি তোলার কৃতিত্ব দিয়েছেন স্বামী রাজকে।
এই ছবিতে মন্তব্য করার সুযোগ পরীমনি সবার জন্য না রাখলেও সোশাল মিডিয়ায় অনেকে লিখেছেন, তাহলে কি পারিবারিক জটিলতা মিটে যাওয়ার ইঙ্গিত দিলেন এই চিত্রনায়িকা।
গত কয়েকদিন ধরেই পরীমনি, রাজ আর বিদ্যা সিনহাকে নিয়ে সরগরম সোশাল মিডিয়া।
যার শুরুটা হয়েছিল গত বুধবার পরীমনির এক ফেইসবুক পোস্ট ধরে। তিনি সেই পোস্টে মিমকে ট্যাগ করে লিখেছিলেন, “নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিৎ ছিল।” স্বামী রাজকে উদ্দেশ করে বলেছিলেন, “এটা এতদূর গড়াতে দেওয়া উচিৎ হয়নি তোমার।”
পরীমনির সেই পোস্টের প্রতিক্রিয়ায় দামাল সিনেমায় রাজের নায়িকা মিম লেখেন, এক পক্ষ তার পথচলায় ‘ইর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবেন।
এরপর পরীমনি শুক্রবার এক পোস্টে আর রাখডাক না করে সংসারে অশান্তির কারণ খোলাসা করেন। স্বামী রাজ আর অভিনেত্রী মিমের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
হাত জোড় করার ইমোজি দিয়ে দুজনকে উদ্দেশ করে পরীমনি লেখেন, “এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।”
তার এক দিনের মাথায় নতুন ছবি দিয়ে কি পরীমনি সব আলোচনায় জল ঢাললেন, সেই প্রশ্ন উঠছে ভক্তদের মধ্যে।
এদিকে এতসব আলোচনার মধ্যে রাজ নিশ্চুপ রয়েছেন। আর পরীমনির সর্বশেষ ছবিতেও তিনি আড়ালেই রয়েছেন।