সর্বোচ্চ আদালতের রক্ষণশীল দুই বিচারক এই রায় নিয়ে ভিন্নমত পোষণ করার কথা জানিয়েছেন।
Published : 20 Apr 2025, 06:52 PM
মার্কিন সুপ্রিম কোর্ট আটক সন্দেহভাজন ভেনেজুয়েলীয় গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন সাময়িকভাবে বন্ধ রাখতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
টেক্সাসে আটক সন্দেহভাজন গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া আটকাতে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) করা মামলায় শনিবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেয়, জানিয়েছে বিবিসি।
আদালত আগে এ সন্দেহভাজন গ্যাং সদস্যদের বিতাড়নের আগে বিচারবিভাগীয় পর্যালোচনার নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই পর্যালোচনা ছাড়াই কয়েক ডজন অভিবাসী বিতাড়নের মুখোমুখি হতে যাচ্ছে, এমনটা আশঙ্কা করে এসিএলইউর আইনজীবীরা সুপ্রিম কোর্টকে এ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অনুরোধ করে।
এরপরই আদালত সন্দেহভাজন এ গ্যাং সদস্যদের বিতাড়ন ‘পরবর্তী নির্দেশনা’ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলে।
“আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত আটক এই সন্দেহভাজন শ্রেণির কাউকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন না করতে সরকারকে বলা হচ্ছে,” সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট এমনটাই জানায়, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
পরে রক্ষণশীল বিচারক ক্লারেন্স থমাস ও স্যামুয়েল অ্যালিটো প্রকাশ্যেই এ সিদ্ধান্তে ভিন্নমত জানান।
বিস্তারিত পর্যালোচনার পর আটকদের পক্ষে করা এসিএলইউ-র আবেদন যেন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়, সেজন্য শনিবার বিকালে জমা দেওয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন বিচারকদের প্রতি অনুরোধও জানিয়েছে।
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের বের করে দিতে ১৭৯৮ সালের ‘বহিঃশত্রু আইনকে’ ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্র কোনও দেশের সঙ্গে যুদ্ধাবস্থায় থাকলে বা কোনও দেশ যুক্তরাষ্ট্রে আগ্রাসন চালালে কিংবা আগ্রাসনের হুমকি দিলে তখন ব্যবহারের জন্য এই আইনটি করা হয়েছিল।
যুদ্ধকালীন এ আইনের আওতায় একজন প্রেসিডেন্ট কাগজপত্রহীন অভিবাসীদের টার্গেট করা এবং তাদেরকে দ্রুত ফেরত পাঠানোর বিপুল ক্ষমতা পেয়ে যান।
কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র কোনও যুদ্ধের মধ্যে বা হুমকির মুখে নেই। এমন একটি শান্তিপূর্ণ সময়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধকালীন আইন ব্যবহার করতে চাওয়ার সমালোচনা করেছে নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে
বিতাড়িত ‘গ্যাং সদস্যদের’ চেয়ে নাৎসিদের সঙ্গেও যুক্তরাষ্ট্রের ‘আচরণ ভালো ছিল’
ট্রাম্প এই আইন ব্যবহার করে অভিবাসন আইনকে পাশ কাটাতে চাইছেন এবং গণহারে অভিবাসী বিতাড়ন করতে চাইছেন বলে অভিযোগ করেছে তারা।
তবে ভেনেজুয়েলার গ্যাং ‘ত্রেন দে আরাগুয়া’-র সন্দেহভাজন সদস্যদের বের করে দিতে ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই গ্যাংটি যুক্তরাষ্ট্রজুড়ে অপহরণ, চাঁদাবাজি, হত্যাকাণ্ডসহ সংঘবদ্ধ অপরাধ চালাচ্ছে।
ট্রাম্পের প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, এ বছরের ৮ এপ্রিল পর্যন্ত যে ২৬১ ভেনেজুয়েলীয়কে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে, তার মধ্যে ১৩৭ জনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ‘বহিঃশত্রু আইন’।
মার্চের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের এক আদালত এই সন্দেহভাজন গ্যাং সদস্যদের বিতাড়ন সাময়িকভাবে আটকে দিয়েছিলেন।
৮ এপ্রিল সুপ্রিম কোর্ট এক আদেশে বলে, ট্রাম্প সন্দেহভাজন গ্যাং সদস্যদের বিতাড়নে ‘বহিঃশত্রু আইন’ ব্যবহার করতে পারবেন, তবে যাদেরকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে অবশ্যই এই প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিতে হবে।