৮৮ বছর বয়সী পোপ হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছসিত জনতার উদ্দেশে হাত নাড়েন।
Published : 20 Apr 2025, 06:57 PM
প্রাণঘাতী নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে ফিরে এসে ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ার থেকে হাজার হাজার ভক্তকে ‘হ্যাপি ইস্টারের’ শুভকামনা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
৮৮ বছর বয়সী পোপ হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছসিত জনতার উদ্দেশে হাত নাড়েন।
গতমাসে পোপ ফ্রান্সিস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইস্টারে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ক্যাথলিক বিশ্বাসীরা। মারাত্মক নিউমোনিয়ার কারণে ৫ সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল পোপকে।
সে সময় ডাক্তাররা বলেছিলেন, তার দরকার বাসায় অন্তত দুই মাসের বিশ্রাম। রোববারের ইস্টার উদযাপনের আগে পোপকে এ সপ্তাহে দুইবার দেখা গেছে।
ইস্টার সানডে’র দিন তাকে জনসম্মুখে অনেকটাই দুর্বল দেখাচ্ছিল। উপস্থিত জনতার উদ্দেশে এদিন তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা ‘হ্যাপি ইস্টার’। এরপর পোপের ঐতিহ্যবাহী ইস্টারের ভাষণ দেন যাজক সদস্যদের একজন।
তিনি বলেন, “ধর্ম, চিন্তা এবং ভাবপ্রকাশের স্বাধীনতা এবং অন্যদের মতকে সম্মান করা ছাড়া কোনও শান্তি আসতে পারে না।” এরপর এই যাজক পোপের পক্ষ থেকে উরবি এট আরবি ভাষণ দেন।
সেই ভাষণে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। বিশেষ করে গাজার জন্য। বলা হয়, ভয়াবহ সংঘাত মৃত্যু আর ধ্বংস ডেকে আনছে। গাজায় যুদ্ধবিরতি এবং সব জিম্মি মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয় এতে।
ইউক্রেইন থেকে শুরু করে এশিয়া এবং আফ্রিকা পর্যন্ত বিভিন্ন দেশের খীস্টান সম্প্রদায়ের জন্য প্রার্থনাও করা হয় ভাষণে।
পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হওয়ার পর থেকে এবারই প্রথম ইস্টার সানডে’র আগের পবিত্র সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। এসব অনুষ্ঠানে তার পক্ষ থেকে অংশ নিয়েছেন কার্ডিনালরা।
তবে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ অল্প সময়ের জন্য হাজির হয়ে প্রার্থনা করেছেন এবং শিশুদের মধ্যে মিষ্টি বিলিয়েছেন।