শাহরুখ বলেন,"প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না।"
Published : 07 Nov 2024, 10:38 PM
যার একটি সিগারেট নেভানোর আগে আরেকটি ধরাতে হত, দিনে যার শখানেক সিগারেট না হলে চলত না, সেই শাহরুখ খান সিগারেট ‘ছেড়ে দিয়েছেন’।
এই খবরটি বলিউডি তারকা নিজেই জানিয়েছেন।
এনডিটিভি লিখেছে, মুম্বাইয়ে বান্দ্রায় জন্মদিনের দিন 'এসআরকে ডে'অনুষ্ঠানে ভক্তদের শাহরুখ বলেন, "একটা ভালো ব্যাপার হয়েছে, আমি আর এখন ধূমপান করি না।"
অনুষ্ঠানে উপস্থিত ভক্তকূলকে শাহরুখ আরও বলেছেন, ধমূপান ছেড়ে কিছুটা শারীরিক সমস্যা অনুভব করছেন।
“শ্বাসকষ্ট দেখা দিয়েছে সিগারেট ছাড়ার পর, পার্শ্ব প্রতিক্রিয়া আরকি। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।"
একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন দিনে ১০০ সিগারেট আর ৩০ কাপ কালো কফি না হলে তার চলে না।
শাহরুখ ধূমপান করতে করতে হাঁটছেন বা কোনো অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছেন- এমন ভিডিও বা ছবি তার কম নেই।
২০১২ সালে আইপিএল ম্যাচে, তার দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা চলাকালে প্রকাশ্যে ধূমপানের জন্য সমালোচিত হয়েছিলেন শাহরুখ।
তার বিরুদ্ধে আদালতে অভিযোগও করেছিলেন এক আইনজীবী। পরবর্তীতে তিনি আদালতে দোষ স্বীকার করায় মাত্র ১০০ রুপি জরিমানা দিয়ে মুক্তি পান।
চলতি বছরের মার্চে ইডেন গার্ডেন্সে শাহরুখের ধূমপানের ভিডিও ভাইরাল হলে ফের কটাক্ষের মুখোমুখি হন তিনি।
ধূমপানের কারণে শাহরুখের বিরুদ্ধে আদালতে অভিযোগ
গ্যালারিতে ধূমপান, সোশাল মিডিয়ায় 'তুলোধুনো' শাহরুখ
সন্তানের সংখ্যা বাড়লে ধৈর্যও বাড়ে, জন্মদিনে শাহরুখ