‘কিং খান’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রে আসছেন বাবা-মেয়ে শাহরুখ খান ও সুহানা খান।
Published : 09 Oct 2024, 10:20 AM
শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
‘কিং খান’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ খান ও সুহানা খান।
এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসছে শাহরুখে জন্মদিনে আগামী ২ নভেম্বর।
শাহরুখ-সুহানার এই সিনেমার কথা দর্শকরা জেনেছেন বছরের শুরুতেই। কেবল জানা ছিল না, কি ধরনের গল্প নিয়ে সুজয় ঘোষ প্রথমবারের মত পিতা-পুত্রীকে এক সুতোয় বেঁধেছেন।
টাইমস অব ইন্ডিয়া এবার ‘কিং খান’র চিত্রনাট্যে নিয়ে এই আভাস দিয়েছে। তবে এই সিনেমার জন্য দর্শকদের লম্বা সময় ধরে অপেক্ষার গুণতে হবে।
কারণ অক্টোবরে মাত্র প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে কিং খানের, তবে এর মধ্যে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ ও সুহানা।
এরপর প্রথম ধাপের শুটিং শুরু হবে আগামি বছরের জানুয়ারিতে। নির্মাতারা দৃশ্যধারণের লোকেশন হিসেবে হাঙ্গেরির বুদাপেস্টকে নির্বাচন করেছেন। এর কারণ বুদাপেস্টে তখন ঠান্ডা থাকবে, যা শুটিংয়ের জন্য আদর্শ আবহাওয়া বলে মনে করছেন সুজয় ঘোষ।
সিনেমার মূল চরিত্রে শাহরুখ-সুহানা ছাড়া খল চরিত্রে আসছেন অভিষেক বচ্চন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভয় ভার্মা।
সিনেমার সংলাপ লিখছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’র সংগীত পরিচালনা করেছেন।
তবে আগামী বছরে নয়, শাহরুখ-সুহানার ‘কিং খান’ প্রেক্ষাগৃহে আসতে আসতে ২০২৬ সালেরও ছয় মাস পেরিয়ে যাবে।