আইপিএলে আরও একটি রেকর্ড গড়লেন ভারতীয় তারকা।
Published : 20 Apr 2025, 07:39 PM
পেসার মার্কো ইয়ানসেনের ইয়র্কার বল লং অফে পাঠিয়ে এক রান নিলেন ভিরাট কোহলি। তাতে ফিফটি ছুঁয়ে আইপিএলে আরও একটি রেকর্ড গড়লেন ভারতীয় তারকা।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড গত রোববার স্পর্শ করেন কোহলি। পরের রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে পঞ্চাশে পা রেখে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি (৬৭টি)। ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নারকে (৬৬টি)।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এখানে ২৫২ ইনিংসে তার ফিফটি ৫৯টি, সেঞ্চুরি ৮টি, এটিও রেকর্ড।
দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৮৪ ইনিংসে ওয়ার্নার ফিফটি করেন ৬২টি, সেঞ্চুরি ৪টি।
৫৩টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন শিখার ধাওয়ান। এরপর আছেন রোহিত শার্মা (৪৫), লোকেশ রাহুল (৪৩) ও এবি ডি ভিলিয়ার্স (৪৩)।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির ফিফটি হলো ১০১টি। ১০৮টি ফিফটি নিয়ে এখানে তার ওপরে আছেন কেবল ওয়ার্নার।
পাঞ্জাবের বিপক্ষে ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ৭৩ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন কোহলি। ৫৪ বলের ইনিংসটি গড়া ৭ চার ও এক ছক্কায়।
মুল্যানপুরে এদিন মুখোমুখি প্রথম বলেই চার মেরে শুরু করেন তিনি। ফিফটি পূর্ণ করেন ৪৩ বলে।
চলতি আসরে আট ইনিংসে তার ফিফটি হলো চারটি। এর মধ্যে তিনটিই রান তাড়া করে এবং এই তিনটিতেই অপরাজিত থেকে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। সর্বোচ্চ ইনিংস এবারের এই ৭৩।