অভিনয়ে মেয়ে সুহানা খানের অভিষেক নিয়ে শাহরুখ বলেন, “(সন্তানের প্রতি) বাবার পক্ষপাতিত্ব আর উত্তেজনা সবসময়ই থাকে, তবে সত্যিই জয়া আখতারের সিনেমার দিকে তাকিয়ে আছি।”
Published : 13 Jun 2023, 12:04 PM
ভক্ত-অনুরাগীদের সবারই মোটামুটি জানা- শাহরুখ খান চেইন স্মোকার। ২০১১ সালে এক সাক্ষাৎকারে স্বীকারও করেছিলেন, দিনে ১০০ সিগারেট আর ৩০ কাপ কালো কফি না হলে তার চলে না।
এরপর দীর্ঘ সময় সিগারেটপ্রীতি নিয়ে চুপচাপ কিং খান। সোমবার আবারও এলো সেই প্রসঙ্গ।
‘পাঠান’ তারকা প্রতিমাসে তার টুইটার অ্যাকাউন্টে ‘আস্কএসআরকে’ নামে একটি সেশন চালান। সেখানে ভক্তদের সঙ্গে বেশ জম্পেশ আড্ডাও হয় তার। আড্ডার বেশিরভাগটা জুড়েই থাকে মজার সব কথা।
পিংকভিলা জানিয়েছে, সোমবারও টুইটারে ১৫ মিনিটের জন্য ‘আস্কএসআরকে’ সেশনে এক ভ্ক্ত জানতে চান শাহরুখ কি সিগারেট ছেড়েছেন? এর জবাবে কিং খান মজার ছলে যা বললেন, তাতে আঁচ যায়, সিগারেট এখনও তার নিত্যসঙ্গী।
শব্দের খেলায় শাহরুখ জানালেন, “হ্যাঁ, সে মিথ্যে বলছে… চারিদিকে ধোঁয়া আর হাতে তাঁর ক্যানসার হওয়ার কাঠি!”
Yes he lied, surrounded by a thick plume of smoke from his cancer stick!!! https://t.co/GmKlXV296K
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
শাহরুখের জবাবে ভক্তকূল ধন্দে আছে কিনা, তা অবশ্য জানা যায়নি।
টুইটার আড্ডায় মেয়ে সুহানা খানের অভিনয়ে অভিষেক নিয়েও কথা বলেন শাহরুখ। জয়া আখতারের ‘দ্য আর্চিস’ এর মাধ্যমে অভিনয় শুরু করতে যাচ্ছেন সুহানা।
একজন ভক্ত জানতে চান, “নেটফ্লিক্সে আসছে আর্চিস। একজন গর্বিত বাবা হিসেবে আপনার অনুভূতি কেমন?”
Father bias and excitement will always be there but looking forward to a Zoya Akhtar film actually…. https://t.co/AbCrU5azMF
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
জবাবে শাহরুখ বলেন, “(সন্তানের প্রতি) বাবার পক্ষপাতিত্ব আর উত্তেজনা সবসময়ই থাকে তবে, সত্যিই জয়া আখতারের সিনেমার দিকে তাকিয়ে আছি।”
মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। ২ জুন মুক্তির কথা থাকলেও ছবির কলাকুশলীদের টানা কাজ থেকে বিরতি দিতে শুটিং পেছানো হয়েছিল। ফলে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবি ‘জওয়ান’ এর মুক্তি পিছিয়ে ৭ সেপ্টেম্বর নেওয়া হয়েছে।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘জওয়ান’। গৌরী খানের প্রযোজনায় এই ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, নয়নতারা এবং প্রিয়মণি। সিনেমায় ক্যামিও চরিত্রে থাকছেন আল্লু অর্জুন এবং দীপিকা পাডুকোন।
ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিরুদ্ধ রবিচন্দর। একটি ট্রেন হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘জওয়ান’। সিনেমায় শাহরুখ খানকে দেখা দ্বৈত চরিত্রে।
‘জওয়ান’ ছাড়াও শাহরুখ খানের হাতে রয়েছে রাজকুমার হিরানীর ছবি ‘ডাঙ্কি’। এই কমেডি-ড্রামা ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে চলতি বছর বড়দিনে।