নির্বাচিত আড়াইশ ভক্ত নিয়ে বলিউডি বাদশাহর জন্মদিন উদযাপন।
Published : 03 Nov 2024, 10:31 AM
সকালে মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকা ভক্তদের দেখা না দিলেও জন্মদিনটা একেবারে ঘরবন্দি থাকেননি বলিউডির তারকা অভিনেতা শাহরুখ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে বান্দ্রায় 'এসআরকে ডে' শিরোনামের অনুষ্ঠানে গিয়েছিলেন নায়ক। যেখানে দর্শক ছিলেন শাহরুখের নির্বাচিত আড়াইশ ভক্ত।
Make some noise! The King, the birthday boy, has arrived! 🔥🔥 Let the celebrations begin!
HBD WORLDS BIGGEST STAR #HappyBirthdaySRK#HappyBirthdayShahRukhKhan #HBDSRK #SRKDay @iamsrk pic.twitter.com/u9gxfy8iYr
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) November 2, 2024
যেখানে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেছেন তিনি, তাদের প্রশ্নের উত্তর দিয়ে নানা ধরনের কৌতূহল মিটিয়েছেন। স্বভাবসুলভ রসিকতায় দিয়েছেন কিছু পরামর্শও।
শনিবার শাহরুখ খানের ৫৯তম জন্মদিন ঘিরে শুক্রবার মধ্যরাত থেকে নায়কের বাসভবন মান্নাতের বাড়ির সামনে ভিড় করেন ভক্তরা। তবে সকাল গড়িয়ে দুপুর-বিকেল হলেও বাড়ির ছাদে বা বারান্দায় এবার দেখা মেলেনি শাহরুখের।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামনে-পেছনে পুলিশের চারটি গাড়ির নিরাপত্তা বলয়ে শাহরুখ রওনা হন 'এসআরকে ডে' এর আয়োজনে।
সেখানে শাহরুখ যখন মঞ্চে প্রবেশ করছিলেন তখন ভক্তদের কণ্ঠে শোনা গেছে 'তুঝে দেখা তো ইয়ে জানা সানাম' গানের কলি।
এরপর সরাসরি প্রশ্ন-উত্তর সেশন শুরু করেন শাহরুখ।
আরও পড়ুন:
জন্মদিনে এবারও ভক্তের ঢল, তবে দেখা দিলেন না শাহরুখ
নানা ধরনের প্রশ্নের মাঝে এক ভক্তের জিজ্ঞাসা ছিল শাহরুখ তার পরিবারের কাছ থেকে কী শিখেছেন?
উত্তরে শাহরুখ জানিয়েছেন, তার পরিবার তাকে ধৈর্য ধারণ করতে শিখিয়েছেন।
See how Shah Rukh Khan answers fans’ questions with his playful wit 😂—and even shares a cute moment about AbRam!
HBD WORLDS BIGGEST STAR #HappyBirthdaySRK#HappyBirthdayShahRukhKhan #HBDSRK #SRKDay @iamsrk pic.twitter.com/qLTvOZftA2
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) November 2, 2024
তিনি বলেছেন, আগের রাতে রানি মুখার্জির বাড়ির দীপাবলির পার্টি থেকে ফিরতে রাত রাত হয়ে যায়। তাই জন্মদিনের সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন তিনি।
“উঠে জানতে পারি আমার ছোট ছেলে আব্রামের আইপ্যাড কাজ করছে না, যা নিয়ে সে দারুণ চিন্তিত ছিল। আব্রামের সমস্যা সমাধান করার পর যেতে হয় আমার মেয়ে সুহানার কাছে। সুহানা পোশাক নিয়ে সমস্যায় পড়েছে তাই তার সাহায্য প্রয়োজন।"
শাহরুখ মজা করে বলেন, "প্রতিদিন বাড়িতে এ ধরনের কিছু সমস্যার সমাধান করতেই হয়। পরিবার থেকে আমি শিখেছি ধৈর্য সন্তানের সংখ্যার সাথে সমানুপাতিক হারে বাড়াতে হবে।"
ধৈর্য ধারণের এই চর্চা শাহরুখ কাজের জায়গাতেও প্রয়োগ করেন বলে জানিয়েছেন।
শাহরুখ তার জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন স্ত্রী ও ছেলেমেয়েকে পাশে নিয়ে।
কেক কাটার ছবি শাহরুখের স্ত্রী গৌরী খান প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে তিনি ক্যাপশনে লিখেছেন, “একটি স্মরণীয় সন্ধ্যা বন্ধু ও পরিবারের সঙ্গে, শুভ জন্মদিন।”