দীপিকা ‘কিং’ সিনেমায় কেবল সুহানার মা নয়, শাহরুখের সাবেক প্রেমিকা হয়েও হাজির হবেন।
Published : 08 Apr 2025, 06:09 PM
হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের মা হয়েছিলেন ‘জওয়ান’ সিনেমায়। এবার তিনি পর্দায় মা হচ্ছেন শাহরুখ কন্যা সুহানা খানের।
এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সেখানে লেখা হয়েছে, কন্যা দুয়াকে নিয়ে ব্যস্ত দীপিকা মাতৃত্বকালীন ছুটিতে আছেন, আপাতত অভিনয়ে অনেকটা সময় দেওয়ার পরিকল্পনা তার নেই। তবে ‘কিং’ সিনেমায় মায়ের চরিত্রের প্রস্তাব দীপিকা ফিরিয়ে দেননি।
দীপিকা এই সিনেমায় কেবল সুহানার মা নয়, শাহরুখের সাবেক প্রেমিকা হয়েও হাজির হবেন। চরিত্রটি ক্যামিও হলেও সেটিকে গুরুত্বপূণ বলে বর্ণনা করছে নির্মাতা টিম।
প্রথম থেকেই শাহরুখ ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই চরিত্রের জন্য দীপিকাকেই ভেবেছিলেন বলে জানা গেছে।
‘কিং’ সিনেমা দিয়ে সুহানার বড় পর্দায় অভিষেক হতে চলেছে। সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।খল চরিত্রে আসছেন অভিষেক বচ্চন।গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভয় ভার্মা।
সিনেমার সংলাপ লিখছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’র সংগীত পরিচালনা করেছেন।
শুরুতে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু শাহরুখের সিদ্ধান্ত হল ‘কিং’ ‘পাঠান’ বা ‘জওয়ানের’ মত অ্যাকশন ভিত্তিক সিনেমার মত করে বানান হবে। তাই সুজয়ের পরিবর্তে সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দকে।
এর মধ্যে খবর এসেছে, নির্মাতা বদলে যায়নি। সিনেমা বানাবেন সুজয়ই। সিদ্ধার্থ কেবল অ্যাকশন দৃশ্যগুলোর নির্দেশনা দেবেন।
প্রযোজনা সংস্থা ঠিক করেছে, চিত্রনাট্য যা দাঁড়িয়েছে, তাতে ঘষামাজা প্রয়োজন। কারণ এখনকার চিত্রানাট্যে শাহরুখ সন্তুষ্ট নন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে শুটিংয়ের জন্যেও বড় প্রস্তুতি দরকার। তাই এই সিনেমা মুক্তি পেতে বছর ঘুরে যাবে।
এর মধ্যে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স বলেছে, দৃশ্যধারণের মূল কাজ চলতি বছরের জুনে শুরু হবে। ভারত এবং ইউরোপের বিভিন্ন জায়গায় শুটিং শুরু করার পরিকল্পনা আছে।
এক বিবৃতিতে রেড চিলিস বলছে, “২০২৬ সাল নাগাদ ‘দ্য কিং’ পর্দায় আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শাহরুখের 'কিং খান' বারবার পেছাচ্ছে কেন?
ষাট ছুঁতে চলা শাহরুখ দেখতে নাকি ৩০!