দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, “আপনাদের বলি, কিছু বিষয় ভুলে থাকতে হয়।”
Published : 28 Jan 2025, 10:06 PM
স্বভাবসুলভ রসিকতায় আসর জমিয়ে তোলা যার স্বভাব, ভারতের হিন্দি সিনেমার সেই তারকাভিনেতা শাহরুখ খান নিজের বয়স নিয়েও মজা করতে ছাড়লেন না।
দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে শাহরুখ দাবি করেছেন তাকে দেখতে ত্রিশ বছর বয়সী তরুণের মত লাগে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ওই অনুষ্ঠানে শাহরুখকে বলতে শোনা যায়, “এ বছর আমার বয়স ৬০ হবে। কিন্তু দেখে কে বলবে! আমি দেখতে এখনো ত্রিশের মত।”
দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, “আপনাদের বলি, কিছু বিষয় ভুলে থাকতে হয়।”
নায়কের এ কথার হাসি এবং মুহুর্মুহু করতালি শোনা যায় দর্শক সারি থেকে।
শাহরুখের জন্ম ১৯৬৫ সালের ২ নভেম্বরে। দিল্লি থেকে মুম্বাইয়ে এসে পাঁচ কি সাতটি সিনেমা করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে তিনি বনে গেছেন সুপারস্টার।
শাহরুখ তার আগামী সিনেমা ‘কিং খানের’ শুটিংয়ের কাজে দুবাইয়ে আছেন।
পরিচালক সুজয় ঘোষের হাত থেকে সিনেমা বানানোর দায়িত্ব গিয়ে পড়েছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে।
শাহরুখ অনুষ্ঠানে বলেছেন দৃশ্যধারণের কাজ পুরোদমে চলছে। মুম্বাইয়েও কাজ হবে। তবে এর থেকে বেশি কিছু বলতে নারাজ শাহরুখ।
মজা করে তিনি বলেন, “আমার পরিচালক খুব কড়া। তিনি বলে দিয়েছেন, সিনেমায় তুমি কী করছ, সে বিষয়ে কাউকে কিছু বলবে না। ফলে আমি বলতে পারব না আমাকে কীভাবে দেখা যাবে। এটুকু বলতে পারি, আপনারা মজা পাবেন, বিনোদনে ভরপুর একটি সিনেমা আসছে।”
এ সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে, শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
‘কিং খান’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ খান ও সুহানা খান।
মূল চরিত্রে শাহরুখ-সুহানা ছাড়া খল চরিত্রে আসছেন অভিষেক বচ্চন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভয় ভার্মা।
তবে চলতি বছরে নয়, বছরে নয়, শাহরুখ-সুহানার ‘কিং খান’ প্রেক্ষাগৃহে আসতে আসতে ২০২৬ সালেরও ছয় মাস পেরিয়ে যেতে পারে।