‘পদাতিক’ এর ভিডিও ভাইরাল আলোচনা-সমালোচনায় দর্শক

সত্যজিৎরূপী জিতুর গলা শুনে একজন লিখেছেন, “কার গলা জানি না, কিন্তু অসহ্য লাগছে শুনতে, কানে বাজছে ভীষণ।”

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 05:20 PM
Updated : 9 Nov 2023, 05:20 PM

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যেখানে দুই প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন ও সত্যজিৎ রায়কে ডুবে থাকতে দেখা গেছে আড্ডায়।

‘পদাতিক’ প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনেরই বায়োপিক, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।

হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, ভাইরাল ভিডিওতে চঞ্চলের অভিনয় বাহবা পেলেও সত্যজিতের ভূমিকায় জিতু কমল হয়েছেন সমালোচনার শিকার।

ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে একজন লিখেছেন, “চঞ্চল চৌধুরীকে মৃণাল সেন হিসেবে খুবই ভালো লাগছে। কিন্তু সত্যজিৎরূপী জিতুর গলায় কি ব্যাঙ ঢুকেছে? বোঝাই যাচ্ছে ডাব করা, তাই বলে এরকম? সৃজিত কি নিজেই ডাব করলেন নাকি!”

একজন মন্তব্যে লিখেছেন, “হ্যাঁ, এবার গলাটা বেশিই ভারী হয়ে গিয়েছে, আগেরবার এমন ছিল না।”

এর আগে অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায় হয়ে প্রশংসা কুড়িয়েছিলেন জিতু। কিন্তু এবার তাকে তীর্যক বাক্যবাণে বিদ্ধ হতে হচ্ছে।

সোশাল মিডিয়ায় একজন লিখেছেন, “কার গলা জানি না, কিন্তু অসহ্য লাগছে শুনতে, কানে বাজছে ভীষণ।”

কয়েক দিন আগেই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘পদাতিক’ এর প্রিমিয়ার হয়েছে। এছাড়া কেরালার একটি চলচ্চিত্র উৎসবের জন্যও নির্বাচিত হয়েছে সিনেমাটি।

এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে ‘পদাতিক’ তৈরি করেছেন সৃজিত। আর মৃণাল হিসেবে তিনি বেছে নিয়েছেন চঞ্চলকে।