সৃজিতের ভাষ্য, প্রথমত দুজনের মুখের মিল আছে; আর মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি ‘অত্যন্ত ধারালো ও সজাগ’।
Published : 13 Jan 2023, 02:01 PM
প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘বায়োপিকে’ বাংলাদেশের আভিনেতা চঞ্চল চৌধুরীর ‘লুক’ প্রকাশ হয়েছে। সামনে এসেছে সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেন হয়ে আসা কলকাতার অভিনেত্রী মনামি ঘোষের লুকও।
নির্মাতা সৃজিত মুখার্জির ফেইসবুকে দুই অভিনয় শিল্পীর প্রথম ‘লুক’ পোস্ট করেছেন অতনু রায় নামে পশ্চিমবঙ্গের এক সাংবাদিক।
গত বছরের শেষ নাগাদ খবর আসে ভারতীয় বাংলা সিনেমায় প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘বায়োপিক’ নির্মাণ করছেন নির্মাতা সৃজিত মুখার্জি, তাতে নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।
কেন চঞ্চলকে বেছে নিলেন, সেই ব্যাখ্যায় কলকাতার এই নির্মাতার ভাষ্য হল, “প্রথমত দুজনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও তার রাজনীতি চেতনা, যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল পাওয়া যায়। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।”
সে সময় ইনস্টগ্রামে সিনেমাটির একটি পোস্টারও শেয়ার করেন সৃজিত।
এর দিন কয়েক পর জানা যায়, বায়োপিকের নাম ‘পদাতিক’, এছাড়া সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে।
এ সিনেমায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মনামি জানিয়েছিলেন, সৃজিতের সঙ্গে তার এটাই প্রথম কাজ।
বয়োপিকের চিত্রনাট্যও লিখেছেন সৃজিত, এ কাজে তাকে সহযোগিতা করেছেন মৃণাল সেনের ছেলে কুণাল। সিনেমাটি প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান।
জানুয়ারির মাঝামাঝি থেকে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন সৃজিত। অবশ্য তার আগে চিত্রনাট্য নিয়ে শিল্পীদের সাথে বসছেন পরিচলাক।
সৃজিত এর আগে এ বায়োপিকটি ওয়েব সিরিজ আকারে আনতে চেয়েছিলেন।পরে সিদ্ধান্ত বদলে সিনেমা করতে চাইছেন।
পুরনো খবর