আমির বলেছেন পেশাগত কাজে নিয়মানুবর্তিতার চর্চা করলেও ব্যক্তি জীবনে তিনি ‘অলস’ স্বভাবের।
Published : 27 Dec 2024, 09:15 PM
অভিনয় ও কাজ নিয়ে খুঁতখুঁতে স্বভাবের আমির খান ব্যক্তিগত জীবনের একটা পর্যায়ে ‘সুরায় ডুবে থাকতেন’।
আনন্দবাজার লিখেছে, হিন্দি সিনেমার অভিনেতা আমির তার আকণ্ঠ মদ্যপানের কথা নিজেই বলেছেন।
জি মিউজিকের ইউটিউব চ্যানেলে অভিনেতা নানা পাটেকরের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমিরের জীবনের কিছু অজানা কথা।
আমির বলেছে, তিনি মধ্যপন্থায় বিশ্বাসী নন। যাই করেন না কেন, সেটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। মদ্যপানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তার সঙ্গে।
আমির বলেছেন পেশাগত কাজে নিয়মানুবর্তিতার চর্চা করলেও ব্যক্তি জীবনে তিনি ‘অলস’ স্বভাবের।
নিজের কথা তুলে ধরে আমির বলেন, “বেশ কিছু বদঅভ্যাসও রয়েছে। আমি পাইপে ধূমপান করি। এখন আর আমি মদ্যপান করি না। কিন্তু একটা সময় আমি খুবই মদ্যপান করতাম। সেই সময় আমি সারা রাত মদ্যপান করতাম। মদ্যপানের সময় খেয়াল থাকত পানের কোনো সীমাও থাকত না।”
অভিনেতা আরও বলেন, “সমস্যাটা হল, আমি যে কাজটা করি, সেটা অনবরত করতেই থাকি। মধ্যপন্থা বলে কিছু নেই আমার অভিধানে। তবে এটা মোটেই ভাল অভ্যাস নয়। সেটা আমি বুঝে গিয়েছি।”
কাজ নিয়ে কদিন আগে আমির বলেছিলেন, তিনি তার কর্ম জীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।
সেই পরিকল্পনা থেকে এই অভিনেতা এখন ৬টি সিনেমা নিয়ে কাজ করছেন বলে নিজেই জানিয়েছেন।
তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি।
‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার পর পর্দায় ফেরেননি আমির। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি।
আরও পড়ুন:
'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির!
সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?
আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার
অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির
'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির
লাল সিং চাড্ডা: যেভাবে বলিউডের ফরেস্ট গাম্প হলেন আমির খান
বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে
হঠাৎ বিরতি ঘোষণা আমির খানের, কেন?