'রিকশা গার্ল' সিনেমা দিয়ে প্রায় তিন বছর পর পর্দায় দেখা যাবে অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পাকে।
Published : 24 Jan 2025, 11:33 AM
দীর্ঘ নয় বছর পর ‘রিকশা গার্ল’ সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।
তবে কেবল এই নির্মাতারই নয় এই সিনেমার মাধ্যমে তিন বছর পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পাও।
সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শুক্রবার দেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রিকশা গার্ল’। নাঈমা নামের এক তরুণীর জীবনযুদ্ধ ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।
যেখানে দেখা যাবে শিল্পীমনা নাঈমা ছবি আঁকতে পছন্দ করেন। হঠাৎ করে তাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার।
ছবি এঁকে যথেষ্ঠ উপার্জন হয় না বলে উপায়ন্তর না দেখে রিকশা নিয়ে রাস্তায় বের হন নাঈমা। পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় তাকে।
নাইমার এই সংগ্রামের আশ্রয়স্থল হয়ে ওঠে অভিনেত্রী চম্পার গ্যারেজ।
অমিতাভ রেজা চৌধুরী গ্লিটজকে জানিয়েছেন, নাইমা চরিত্রের মেন্টর হিসেবে দেখা যাবে চম্পাকে।
চম্পার চরিত্রটি নিয়ে এই নির্মাতা বলেন, "চম্পা আপা একজন দারুণ মানুষ। তেমন দারুণ অভিনয়ও করেছেন। এই সিনেমা দিয়ে অনেকদিন পর পর্দায় দেখা যাবে তাকে। পর্দায় তার উপস্থিতি দর্শকের ভালোলাগা বাড়িয়ে দেবে বলে মনে করি।"
নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।
অমিতাভ জানিয়েছেন, শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকে টাওয়ার, সনি স্কয়ার ও বালি আর্কেডে সিনেমাটি দেখান হচ্ছে।
কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমায় চলছে সিনেমাটি।
এছাড়া ঢাকার বাইরে বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথা সিনেমা হলে চলবে সিনেমা।
দর্শকদের উদ্দেশে অমিতাভ রেজা বলেন, "দর্শক কাজটি দেখে ভালো মন্দ বিচার করলেই আমার ভালো লাগবে।"
বিশ্বের ৩০টিরও বেশি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরেছে সিনেমা ‘রিকশা গার্ল’।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে বদলে যায় সেই পরিকল্পনা।
সিনেমায় আরো অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
রিকশা গার্লের ডিজিটাল পার্টনার ওটিটি প্লাটফর্ম বঙ্গ।
আরও পড়ুন:
'রিকশা গার্ল' সিনেমার প্রথম গান এল
'রিকশা গার্ল' ফেব্রুয়ারিতে মুক্তি দিতে চান অমিতাভ রেজা
রিকশা গার্ল: অমিতাভ রেজার আরেক খণ্ড মুন্সিয়ানা