‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ শিরোনামের গানটি গেয়েছেন সুমেল চৌধুরী।
Published : 22 Jan 2025, 12:18 PM
মুক্তির পাঁচদিন আগে প্রকাশ হয়েছে পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা 'রিকশা গার্লের’ প্রথম গান।
তবে গানটি মিউজিক ভিডিও আকারে বানিয়ে প্রকাশ করা হয়েছে। ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ শিরোনামের গানটি গেয়েছেন সুমেল চৌধুরী; গানের কথা লিখেছেন শারমীন সুলতানা সুমী ও গাউসুল আলম; এছাড়া সুর ও সংগীত আয়োজন করেছে ব্যান্ড ‘চিরকুট।
'রিকশা গার্ল' সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ান্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে।
সিনেমায় নাঈমা হয়েছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে আছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
‘রিকশা গার্ল’ মুক্তি পাচ্ছে শুক্রবার।