দেব ও সৃজিতের দুই টিমই জানিয়েছে, সব ‘কথা-বিতর্ক-রেষারেষির’ অবসান হয়েছে এবং তারা ‘এক পরিবারের অংশ’।
Published : 28 Jul 2023, 12:16 PM
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমাটি শুরু থেকেই আলোচনায়। শরদিন্দু বন্দোপাধ্যায়ের একই গল্প নিয়ে আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করছেন কলাকাতার অভিনেতা দীপক অধিকারী দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি। আর এ নিয়ে দেব-সৃজিতের ‘রেষারেষি’র খবরও এসেছে।
তবে সব ‘বিবাদের অবসান’ ঘটিয়ে দুই সত্যান্বেষী টিমকে একসঙ্গে পাওয়া গেছে দেবের ‘ব্যোমকেশ’র সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে।
দুই টিমই জানিয়েছে, সব ‘কথা-বিতর্ক-রেষারেষির’ অবসান হয়েছে এবং তারা একই পরিবারের অংশ।
আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হন একই গল্প নিয়ে ওটিটি সিরিজ বানানো নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় এবং তার ‘ব্যোমকেশ’ টিম। অর্থাৎ ব্যোমকেশরূপী অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং প্রযোজক শ্রীকান্ত মোহতা ছিলেন অনুষ্ঠানে।
কলকাতার এক হোটেলে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সঞ্চালক মঞ্চে সৃজিতকে ডেকে নেন। ডাক পেয়ে অভিনয় শিল্পীদের নিয়ে মঞ্চে ওঠেন সৃজিত।
কলকাতার এই নির্মাতা জানান, দেবের ডাকে সাড়া দিয়ে তার নতুন সিনেমা ‘দশম অবতার’ এর শুটিং ফ্লোর থেকে সোজা এ অনুষ্ঠানে এসেছেন তিনি।
সৃজিত বলেন, “এই যে বলা হয় আমাদের মধ্যে ঝগড়া, এর অনেকটাই ভুল। আসলে আমরা একটা পরিবারেরই অংশ, এই বার্তাটা পৌঁছে দেওয়াটা খুবই প্রয়োজন।”
কোনো ধরনের ‘দ্বন্দ্ব চান না’ জানিয়ে দেব বলেন, “আমি সবসময়ই বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসি। আমি শুধু জানি দ্বন্দ্ব যেমন সিনেমার ক্ষতি করবে তেমনই সিরিজের। আমি চাই ব্যোমকেশ যখন সিরিজ হিসেবে মুক্তি পাবে সেটা যেন সফল হয়, আমার কাছে সেটা প্রাপ্তি হবে। আবার আমাদের সিনেমা যখন মুক্তি পাবে সেটাও যেন সবার ভালো লাগে।“
অহেতুক কথাবার্তা সিনেমার জন্য ‘ভালো নয়’ বলে মনে করেন দেব।
“আমরা যে একটা পরিবার, এই মঞ্চে প্রত্যেকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। এর বেশি কিছুই নয়।আমাদের চাওয়া একটাই। আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, বাংলা ছবি আরও বেশি ব্যবসা করুক।“
দেব-সৃজিতের ‘গোলমাল’ যে মিটেছে সেই আভাস মিলেছিল মাসের শুরুতে। আনন্দবাজার জানিয়েছিল, দেব-রুক্মিণী মৈত্র জুটিকে নিয়ে আগামীতে একটি সিনেমা বানাবেন সৃজিত।
সমস্যার শুরু যেখানে
সোশ্যাল মিডিয়ায় দেব এবং সৃজিতকে নিয়ে ‘মাতামাতির’ শুরু কয়েক মাস আগে। খবর ছড়িয়েছিল, বড় পর্দায় ‘ব্যোমকেশ’ বানাবেন সৃজিত। দেব হবেন 'ব্যোমকেশ'। এ খবর ছড়াতেই ঘটে বিপত্তি।
সোশ্যাল মিডিয়ায় সৃজিত ঘোষণা দেন এ ধরনের কোনো পরিকল্পনা তার নেই।
সৃজিতের ওই পোস্টের পর টুইটে দেব বলেন, তিনি হচ্ছেন 'ব্যোমকেশ'। তার সিনেমার নাম ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। যদিও প্রথমে নির্মাতার নাম ঘোষণা করেননি এই নায়ক।
অভিনেতা ও নির্মাতার পরপর দুই পোস্টে দর্শকরা ভেবে বসেন 'ব্যোমকেশ' নিয়ে ‘লুকোচুরি’ করছেন দুইজন।
পরে অবশ্য দেবের আরেকটি টুইটে জানা যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র 'ব্যোমকেশ' রূপে তাকে পর্দায় আনছেন নির্মাতা বিরসা দাশগুপ্ত। সেখানে সত্যবতী হয়ে পর্দায় আসছেন রুক্মিণী, আর অজিত হয়েছেন অম্বরীশ ভট্টাচার্য।
এ সিনেমার টিজারও প্রকাশ হয়েছে মাসের শুরুতে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট।
একই গল্প নিয়ে ওটিটির জন্য সিরিজ তৈরি করছেন সৃজিত মুখার্জি। সৃজিতের ব্যোমকেশ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য আর সত্যবতী সোহিনী সরকার।
সাতটি ব্যোমকেশ
কয়েক বছর ধরে কলকাতার সিনেমায় প্রাধান্য পাচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘ব্যোমকেশ’ এর গল্প। বড় বড় প্রযোজনা সংস্থা অর্থলগ্নি করছে এই চরিত্র নিয়ে সিনেমা বানাতে।
আগে রজিত কাপুর, উত্তম কুমার, সুশান্ত সিং রাজপুত, আবীর চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেককেই ব্যোমকেশ চরিত্রে দেখা গেছে। সত্যবতী রূপে দেখা গেছে ঊষসী চক্রবর্তী, সোহিনী সরকার, ঋদ্ধিমা ঘোষকে।
বাংলা সিনেমা ইন্ড্রাস্ট্রিতে একই কনটেন্ট নিয়ে দুই মাধ্যমে কাজ করার ঘটনা কম। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সৃজিতের ‘ব্যোমকেশ’ অনির্বাণ ভট্টাচার্য বলেন এতে তিনি কোনো ‘অসুবিধা’ দেখছেন না।
অনির্বাণের ভাষ্য, “আমাদের ধর্মের দেশে ৩৩ কোটি দেবতার পূজো করেন জনগণ, সেখানে সাতটা ব্যোমকেশে কী অসুবিধে?”
দেবকে ব্যোমকেশ হিসাবে কেমন লাগছে অনির্বাণের?
অভিনেতা বলেন, “যখন থেকে দেব ব্যোমকেশ হচ্ছে শুনেছি, তখন থেকেই কৌতূহল বাড়ে। দেবের মাধ্যমে একদম আলাদা একটা ব্যোমকেশ পেতে চলেছেন দর্শক।“
আরও খবর
ট্রেইলারে যেমন দেখা গেল ব্যোমকেশরূপী দেবকে
এবারে সত্যান্বেষী ‘ব্যোমকেশ’ কলকাতার দেব
মৌমাছির কবলে পড়ে নাজেহাল সৃজিতের ব্যোমকেশ টিম