‘ব্যোমকেশ’ দেবের ‘ফার্স্টলুক’

এর আগে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং ধৃতিমান চট্টোপাধ্যায়ের মত অভিনেতারা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 09:57 AM
Updated : 16 April 2023, 09:57 AM

বাংলা নতুন বছরের শুরুতে ‘চমক’ দিলেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক দীপক অধিকারী দেব। জনপ্রিয় গোয়েন্দা ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রে দেবের ফার্স্টলুক সামনে এসেছে।

আনন্দবাজার জানিয়েছে, দেবের ‘ফার্স্টলুকের’ ওই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার আগে জানুয়ারিতে এসেছিল সিনেমার ঘোষণা।

ছবিতে ‘সত্যান্বেষী’ দেবের এক হাত জড়িয়ে আছে একটি সাপ, যার মাথাটি তিনি চেপে ধরেছেন, অন্য হাতে জ্বলন্ত টর্চ। ব্যোমকেশ দাঁড়িয়ে আছেন একটি দুর্গের সামনে।

দেবের এই ‘লুকের’ প্রশংসাও করছেন তার ভক্তরা। সিনেমার নাম ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।

‘ব্যোমকেশ দুর্গ রহস্য’ প্রযোজনা করছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ এবং ‘শ্যাডো‘ নামের দুই প্রযোজনা সংস্থা। পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত।

এর আগে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং ধৃতিমান চট্টোপাধ্যায়ের মত অভিনেতারা।

কয়েক বছর ধরে কলকাতার সিনেমায় প্রাধান্য পাচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘ব্যোমকেশ’ এর গল্প। বড় বড় প্রযোজনা সংস্থা অর্থলগ্নি করছে এই চরিত্র নিয়ে সিনেমা বানাতে।

Also Read: এবারে সত্যান্বেষী ‘ব্যোমকেশ’ কলকাতার দেব

Also Read: ‘ব্যোমকেশ’ হিসেবে নিজেকেই বেশি নম্বর দেব: আবীর চট্টোপাধ্যায়

Also Read: ফেলুদার চাকরি ছেড়ে ব্যোমকেশ পদে পরমব্রত

প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পর অঞ্জন দত্ত, দেবালয় ভাট্টাচার্যের মত নির্মাতারা ব্যোমকেশকে পর্দায় এনেছেন।

পরিচালকদের কেউ কেউ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে ‘ব্যোমকেশ’কে হুবহু সেলুলয়েডে তুলে ধরেছেন। কেউ কেউ আবার সত্যান্বেষী ব্যোমকেশ, তার স্ত্রী সত্যবতী এবং বন্ধু অজিত চরিত্রকেই শুধু শরদিন্দুর উপন্যাস থেকে ধার করেছেন, আর গল্প লিখেছেন নিজে।