তারা কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে জানায় পুলিশ।
Published : 17 Apr 2025, 01:34 PM
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুইশ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মাজার গলি এলাকার মো. নাসির হোসেনের ছেলে মো. নাঈম (২২) ও ধলেশ্বর মধ্যপাড়া এলাকার ফজলুল হকের ছেলে মো. ফয়সাল (২৪)।
তাদের মধ্যে নাঈমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই তরুণ দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন তথ্যে অভিযান চালিয়ে দুইশ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় তাদের আদালতে তোলা হবে।