কেবল মৌমাছিই নয়, বাঘসহ বেশ কিছু হিংস্র পশুর উপদ্রবও রয়েছে সেই জঙ্গলে।
Published : 01 Jun 2023, 04:18 PM
মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করতে গেয়ে মৌমাছির কবলে পড়ে নাজেহাল হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ব্যোমকেশের টিমকে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ কাহিনীনির্ভর এই সিরিজে ব্যোমকেশের ভূমিকায় আছেন অনির্বাণ ভট্টাচার্য।
আনন্দবাজার জানিয়েছে, কিছুদিন হল ওয়েব সিরিজটির শুটিং করতে মধ্যপ্রদেশে সদলবলে গেছেন সৃজিত। বুধবার সেখানেই হঠাৎ বিপত্তির মুখে পড়তে হয় তাদের।
জঙ্গলের মধ্যে কিছু শট নিতে গেলে মৌমাছির একটি ঝাঁক ধেয়ে আসে ইউনিটের দিকে। আক্রমণ করে বসে অভিনয় শিল্পী ও কলাকুশলীদের। রক্ষা পাননি সৃজিতও; তার কানে হুল ফুটিয়েছে মৌমাছি।
খবর এসেছে, সিরিজের ডিওপি সৌমিক হালদারসহ ইউনিটের একাধিক সদস্য মৌমাছির হুলে ক্ষতবিক্ষত হয়েছেন। সৌমিকের অবস্থা বেশ খারাপই বলে জানা গেছে।
শোনা যাচ্ছে, কেবল মৌমাছিই নয়, বাঘসহ বেশ কিছু হিংস্র পশুর উপদ্রবও রয়েছে সেই জঙ্গলে।
ব্যোমকেশ হয়ে দুই প্রদেশে শুটিং করবেন দেব ও অনির্বাণ
আগামী অগাস্টে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। অনির্বাণ ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও সোহিনী সরকার। আগেও বড় পর্দায় সত্যবতী চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। তবে ‘হইচই’ এর ব্যোমকেশের সত্যবতীর চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধিমা ঘোষ। সম্প্রতি এই অভিনেত্রী মা হওয়ায় ঋদ্বিমার জুতোয় পা গলাতে চলেছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, একই কাহিনী অবলম্বনে বড় পর্দায় ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ নিয়ে আসছেন দেব। সিনেমাটিতে অজিত হিসেবে অভিনয় করবেন অম্বরীশ ভট্টাচার্য ও সত্যবতী হবেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগে কলকাতায় সিনেমাটির শুটিংও শেষ করেছেন তারা।