শুক্রবার ভারতের তিন রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে 'প্রিয়তমা' মুক্তি পাচ্ছে।
Published : 03 Nov 2023, 10:24 AM
গেল কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাওয়া 'প্রিয়তমা' সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পাল কাজ করলেও, এই নায়িকার শহরেই এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে ভারতের তিন রাজ্যের হলে মুক্তি পাচ্ছে 'হিট' সিনেমা 'প্রিয়তমা'।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ বলছে, শুক্রবার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে 'প্রিয়তমা' মুক্তি পাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর ঘুরে এসেছে এই সিনেমা।
ইতোমধ্যে 'প্রিয়তমা' ঘরে বসে দেখার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ গত ২২ অগাস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম 'বায়োস্কোপ'-এ এসেছে 'প্রিয়তমা'।
চলতি বছরের জুলাইয়ে কোরবানির ঈদে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব ও ইধিকার 'প্রিয়তমা'। পরে আরও ৮৪টি হলে এই সিনেমা চলেছে। ঈদের চতুর্থ সপ্তাহেও ‘প্রিয়তমা’ ৬১ হলে দাপট দেখিয়েছে।
ঢাকায় মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে এই সিনেমা উড়াল দেয় যুক্তরাষ্ট্রে, তারপর কানাডা ও সিডনির হলে দেখানো শুরু হয় শাকিব-ইধিকা জুটির প্রথম সিনেমা।
নির্মাতা হিমেল আশরাফ আগেই বলেছিলেন যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে ‘প্রিয়তমা’ মুক্তি পাবে।
আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমার গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী।
এদিকে বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘দরদ'র শুটিংয়ের জন্য বর্তমানে ভারতে আছেন শাকিব খান। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান।
অন্যদিকে খবর উড়ছে ইধিকা তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমার জন্য ফের বেছে নিয়েছেন ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। 'নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের 'কবি'সিনেমায় শরীফুল রাজের বিপরীতে ইধিকা কাজ করবেন বলে শোনা গেছে। যদিও অভিনেত্রী নিজে নিশ্চিত করে কিছু জানাননি।
আরও পড়ুন-
রাজের সঙ্গে জুটি, যা বললেন ইধিকা
বারানসিতে শুটিং শুরু শাকিবের 'দরদ' এর
শাকিবের ‘প্রিয়তমা’ অসাধারণ: অপু
হলে বসে ‘প্রিয়তমা' দেখলেন রাষ্ট্রপতি
‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দেখা যাবে ঘরে বসে
যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২ প্রেক্ষাগৃহে চলবে ‘প্রিয়তমা’
প্রিয়তমা: ‘কোরবানি কোরবানি’ গানে ‘বৃদ্ধ’ শাকিব উধাও
‘বৃদ্ধ’ শাকিবে আলমগীর-রুনার মুগ্ধতা