শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা সম্পর্কে অপুর মূল্যায়ন, এমন সিনেমা কম হয়।
Published : 11 Aug 2023, 09:45 PM
লম্বা সময়ের টানাপড়েনের সম্পর্ক থেকে বেরিয়ে এখন অনেকটাই কাছাকাছি ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান ও তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
ইদানিং তারা প্রায়ই বিভিন্ন উপলক্ষে একে অপরের প্রশংসা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশংসা কখনও ব্যক্তিগত, কখনও বা তাদের সিনেমা নিয়ে হয়।
এবার শাকিবের সিনেমা ‘প্রিয়তমা’ নিয়ে আবারও কথা বললেন অপু, বলাই বাহুল্য, সেটিও ছিল প্রশংসাসূচক।
নায়িকা জানালেন, একবার নয়, বেশ কয়েকবারই তিনি দেখেছেন ‘প্রিয়তমা’।
শুক্রবার টাঙ্গাইলে ‘ব্লুমিং বিউটি বাই মুন’ নামের একটি প্রসাধনীর বিক্রয়কেন্দ্র উদ্বোধন করতে গিয়েছিলেন অপু।
সেখানেই সাংবাদিকদের প্রশ্নে শাকিবের ‘প্রিয়তমা’ সিমো নিয়ে তিনি বলেন, “সিনেমাটি কয়েকবার দেখেছি। অসাধারণ একটি সিনেমা। এমন সিনেমা খুব কম হয়।”
তবে নিজের অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাও দর্শকদের মধ্যে সারা ফেলতে পেরেছে বলে মনে করেন তিনি।
দুটি সিনেমাই গেল কোরবানির ঈদে মুক্তি পেয়েছে। এর মধ্যে শাকিবের ‘প্রিয়তমা’ দেশের গণ্ডি ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডাতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল।
টাঙ্গাইল সফরে সাংবাদিকরা অপুর কাছে জানতে চেয়েছিলেন শাকিবের সঙ্গে তার বর্তমান সম্পর্ক কেমন যাচ্ছে। তবে নায়িকা সযত্নে তা এড়িয়ে যান।
সাম্প্রতিক সময়ে তারা দুজনই যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন। সেখানে তাদেরকে ছেলে জয়কে নিয়ে একসাথে ঘোরাঘুরিও করতে দেখা গেছে। আর সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসায় ভক্তরা মনে করছেন, তাদের সম্পর্ক বুঝি আবার জোড়া লাগতে চলেছে।
যদিও বিষয়টি নিয়ে তারা কেউই এখনো মুখ খোলেননি।
টাঙ্গাইলে অপুর সঙ্গে ছিলেন অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্যশিল্প ও উপস্থাপিকা বারিশ হক, ব্লুমিং বিউটি বাই মুনের সত্ত্বাধিকারী মুনমুন।