পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে ‘সমন্বয়ক’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে।
Published : 27 Sep 2024, 09:30 PM
দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে দলের নেতাকর্মীদেরকে বিশেষ দায়িত্ব নিতে যাচ্ছে চট্টগ্রাম বিএনপি। কেন্দ্র থেকে নির্দেশ পেয়ে মহানগর ও জেলারর প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করে ‘দিনরাত’ পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সেই দলে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির সদস্যদেরকেও রাখা হবে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মধ্যে দুর্গাপূজার প্রস্তুতি এগিয়ে চলছে। বিভিন্ন এলাকায় মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের খবরও আসছে।
এই পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিএনপি জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে।
বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
আদেশে চট্টগ্রামসহ প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককেই বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা দুয়েক দিনের মধ্যে বিভাগের অধীন জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
বিএনপির নির্দেশনা বলা হয়, “হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে- সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে।”
পূজাকে কেন্দ্র করে ‘পতিত স্বৈরাচারের অনুচরেরা’ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে- সে বিষয়ে সতর্ক করে এতে আরও বলা হয়, “স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে, সেজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।”
আরও পড়ুন:
দুর্গাপূজা ঘিরে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: ধর্ম