সোমবার আদেশের সময় আদালতে ২১ জন উপস্থিত ছিলেন। মামলার আসামিদের মধ্যে তিনজন পলাতক এবং একজন মারা গেছেন।
Published : 10 Mar 2025, 10:16 PM
দশ বছর আগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপিনেত্রী শাকিলা ফারজানাসহ ২৫ জন আসামিকে খালাস দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু হান্নান এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের পিপি আব্দুস সাত্তার সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলায় মাত্র একজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় আসামিদের খালাস দেওয়া হয়েছে।”
সোমবার আদেশের সময় আদালতে ২১ জন উপস্থিত ছিলেন। মামলার আসামিদের মধ্যে তিনজন পলাতক এবং একজন মারা গেছেন।
এই মামলা থেকে খালাস পাওয়া শাকিলা ফারজানা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এবং প্রয়াত বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। ব্যারিস্টার শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।
আসামিপক্ষের আইনজীবী আবদুস ছাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী ছাড়া মামলায় কেউ সাক্ষ্য দিতে আসেনি। সাক্ষী ছিলেন মোট ৩৯ জন। অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত আসামিদের সবাইকে খালাস দিয়েছেন।”
২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে অভিযান চালায় র্যাব-৭।
তখন র্যাব জানিয়েছিল, ওই বছরের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী থেকে ১২ জনকে গ্রেপ্তারের তথ্যের ভিত্তিতে লটমনি পাহাড়ে ওই অভিযান চালানো হয়েছিল।
লটমনি পাহাড় থেকে ৫ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তিনটি একে-২২ রাইফেল, একটি রিভলবার, ছয়টি পিস্তল ও দেশে তৈরি তিনটি বন্দুক উদ্ধার করা হয়েছে। ৭৫১ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ছয়টি একে-২২ রাইফেলের, নয়টি পিস্তলের ম্যাগজিন, তিনটি চাপাতি, দুইটি ওয়াকিটকি ও ২৩ সেট প্রশিক্ষণ পোশাক উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব।
পাহাড়ের ওই আস্তানায় ‘জঙ্গি প্রশিক্ষণ’ হত বলে তখন র্যাব কর্মকর্তারা জানান।
২০১৫ সালের ১৩ এপ্রিল বন্দর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেপ্তারের পর র্যাব জানায়, তারা নতুন জঙ্গি দল ‘শহীদ হামজা ব্রিগেড’ এর সদস্য। বাঁশখালীতে পাওয়া জঙ্গি আস্তানার সাথে নতুন এই জঙ্গি সংগঠনের যোগসূত্রের রয়েছে বলে জানিয়েছিল র্যাব।
ওই বছরের ১৫ অগাস্ট ঢাকা থেকে শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছিল, ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালীর লটমনি পাহাড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় সেসময় র্যাব-৭ এর ডিএডি এম জি রব্বানী সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ১০ ও ১৩ ধারায় ১০ জনের নাম উল্লেখ করে এবং পরিচয়বিহীন আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি সেসময়ের র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন ওই মামলায় আদালতে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
পাহাড়ে 'জঙ্গি আস্তানা', অস্ত্রসহ আটক ৫
জঙ্গি অর্থায়ন: বিএনপি নেতার মেয়েসহ ৩ আইনজীবী গ্রেপ্তার
পাহাড়ে অস্ত্র উদ্ধার: শাকিলাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
জঙ্গি আস্তানা: চট্টগ্রামে শাকিলাসহ ৩৩ জনের বিচার শুরু