স্প্যানিশ ফুটবল
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে ম্যাচটিই যেন হয়ে পড়ল গৌণ।
Published : 19 Apr 2025, 07:47 PM
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর রেয়াল মাদ্রিদের সবকিছুই যেন অশান্ত হয়ে পড়েছে। আর এর কেন্দ্র জুড়ে আছে কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ। চলতি মাসেই তিনি ছাঁটাই হতে যাচ্ছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে সেসবের যে কোনো ভিত্তি নেই, তা পরিষ্কার করলেন এই ইতালিয়ান। কঠিন সময়ে ক্লাব কর্তৃপক্ষকে পাশে পাওয়ায় স্বস্তিও প্রকাশ করলেন তিনি।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ। তাদের কাছে এই টুর্নামেন্টের গুরুত্ব এতটাই বেশি যে, শিরোপা জয় ছাড়া বাকি যেকোনো কিছুই একরকম ব্যর্থতা বলে গণ্য হয়। সেখানেই এবার শিরোপা ধরে রাখার অভিযানে শুরু থেকে নিজেদের মেলে ধরতে ব্যর্থ দলটি।
নতুন ফরম্যাটের আসরে অনেক কষ্টে প্রাথমিক পর্ব পেরুনোর পর, নকআউট পর্বের প্লে-অফে অবশ্য দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারায় তারা। এরপর শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খুব কষ্টে ও ‘ভাগ্যের জোরে’ জয়ের পর কোয়ার্টার-ফাইনালে হলো ভরাডুবি; আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হারের পর প্রত্যাবর্তনের স্বপ্ন দেখিয়ে ঘরের মাঠেও তারা হেরে যায় ২-১ গোলে।
সেদিন থেকেই রেয়াল শিবির ঘিরে চারিদিকে একটাই গুঞ্জন, আনচেলত্তির চাকরিচ্যুত হওয়া যেন এখন কেবলই সময়ের ব্যাপার। পরের ম্যাচে রোববার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে তারা। আগের দিন সংবাদ সম্মেলনে ম্যাচটি নিয়ে কথা হলো খুব সামান্য, প্রায় পুরোটা জুড়ে রইল আগের ম্যাচ ও আনচেলত্তির ভবিষ্যৎ প্রসঙ্গ।
দুই মেয়াদে ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক ট্রফি জেতানো ৬৫ বছর বয়সী এই কোচ বললেন, ক্লাবের সবার সমর্থন পাচ্ছেন তিনি।
“ক্লাব (কর্তৃপক্ষ) ও খেলোয়াড়দের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের সবার ভাবনা একই, বাকি শিরোপাগুলোর জন্য লড়াই চালিয়ে যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাটি থেকে ছিটকে পড়ায় আমরা সবাই কষ্ট পেয়েছি, তবে ফুটবলে এমন কিছু হতেই পারে। সবসময় তো জেতা সম্ভব নয়।”
“ক্লাবের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবসময় একই অবস্থানে। ক্লাব সভাপতি কিংবা ক্লাবের সঙ্গে আমার দ্বন্দ্ব নিয়ে যে-ই কথা বলুক না কেন, সে সত্য বলছে না। আমরা যখন জিতেছিলাম, সেই সময়ের চেয়েও সভাপতি এখন আমার প্রতি বেশি আস্থা দেখাচ্ছেন। এই দুনিয়ায় সবকিছু নিয়েই প্রশ্ন তোলা হয়।”
এখনও অবশ্য মৌসুমের শেষটা হাসিমুখে করার সুযোগ আছে মাদ্রিদের দলটি। আগামী শনিবার তারা কোপা দেল রের ফাইনালে লড়বে বার্সেলোনার বিপক্ষে।
লা লিগার শিরোপা লড়াইয়েও আছে তারা, যদিও সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে। লিগে ৩১ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
এছাড়া আগামী জুন-জুলাইয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপও মাঠে গড়াবে।
ব্রাজিল প্রসঙ্গে এবার 'হ্যাঁ', 'না' কিছুই বললেন না আনচেলত্তি